‘ছোট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন’ – 'কাশ্মীর ফাইলস'র পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী

People's Reporter: তনুশ্রী জানান, 'আমি ছোট পোশাকের উপরে লম্বা কোট পরে বসতাম। তখন পরিচালক বলতেন, ‘একটু পরেই শুটিং শুরু হবে। কোটটা খুলে ফেলো।’
বিবেক অগ্নিহোত্রী এবং তনুশ্রী দত্ত
বিবেক অগ্নিহোত্রী এবং তনুশ্রী দত্তছবি - সংগৃহীত
Published on

আর জি কর আবহেই ফের যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন বাঙালী অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানা পটেকরের পর এবার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী। তাঁর দাবি, ছবির সেটে ছোটো পোশাক পরতে বাধ্য করতেন পরিচালক। এমনকি বিরতির সময় ঢাকা দিতেও দিতেন না। যার ফলে সকলের সামনে অস্বস্তিতে পড়তেন অভিনেত্রী।

এক সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানান, ২০০৫ সালে ‘চকোলেট’ ছবির শুটিং চলাকালীন এক দৃশ্যে ছোট স্কার্ট পরতে হয়েছিল তনুশ্রীকে। শুটিং শেষে কোট পরে বসেছিলেন অভিনেত্রী। এতেই নাকি আপত্তি ছিল পরিচালকের।

তনুশ্রী জানান, “শুটিং এর ফাঁকে শিল্পীরা ভ্যানে বিশ্রাম নেন। বিশেষ করে যখন ছোট পোশাক পরতে হয়। আমি ওই ছোট পোশাকের উপরে লম্বা কোট পরে বসতাম। তখন পরিচালক বলতেন, ‘একটু পরেই শুটিং শুরু হবে। কোটটা খুলে ফেলো।’ পুরো শুটিংয়ের কলাকুশলীদের সামনে আমাকে ছোট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন তিনি।”

এখানেই শেষ নয়। বিবেকের বিরুদ্ধে দুর্ব্যবহারেরও অভিযোগ তোলেন তনুশ্রী। অভিনেত্রী জানান, “এক দিন শুটিংয়ে পৌঁছতে পাঁচ মিনিট দেরি হয়েছিল। আমার উপর চিৎকার করতে শুরু করলেন পরিচালক। বললেন, আমি নাকি অপেশাদার। অথচ, আমি অন্য দিন শুটিং সেটে পৌঁছে দেখতাম, কিছুই শুরু হয়নি। কিন্তু এক দিন আমি মাত্র পাঁচ মিনিট দেরি করে পৌঁছেছিলাম বলে আমি আগে আসি কি না দেখার জন্যই সেই দিন তিনি আমার আগে সেটে পৌঁছেছিলেন।” যদিও এই বিষয়ে পরিচালকের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে নানা পটেকরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তনুশ্রী। 'Horn 'Ok' Pleassse' ছবির সেটে নানা পটেকর তাঁকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী। যদিও নানা পটেকর তনুশ্রীর আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন।

বিবেক অগ্নিহোত্রী এবং তনুশ্রী দত্ত
R G Kar: আর জি করের সামনে অপর্ণা সেনকে 'চটিচাটা বুদ্ধিজীবী' কটূক্তি - পাশে দাঁড়ালেন অঞ্জন দত্ত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in