হায়দারাবাদ শহরে শনিবার স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকীর অনুষ্ঠানের আগে হায়দরাবাদ পুলিশ গ্রেপ্তার করলো বিজেপি বিধায়ক টি. রাজা সিংকে। তিনি মুনাব্বর ফারুকির অনুষ্ঠানস্থল পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।
এদিন বিজেপি বিধায়ক রাজা সিং তার সমর্থকদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানের স্থান শিল্পকলা বেদিকার উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করছিলেন তখনই পুলিশ তাকে আটক করে এবং বোলারাম থানায় নিয়ে যায়। পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার আগে বিতর্কিত বিধায়ক সাংবাদিকদের জানান পুলিশ তাঁকে কোনও তথ্য দিচ্ছে না।
এদিন পুলিশ কর্মকর্তারা মঙ্গলহাটে তাঁর অফিস থেকে আটক করার সময় রাজা সিংয়ের সমর্থকরা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে স্লোগান দেয়। বেশ কিছু সমর্থক পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করলেও তাদেরও আটক করা হয়।
বিজেপি বিধায়ক এবং তাঁর সমর্থকরা অনুষ্ঠানস্থলে অশান্তির সৃষ্টি করতে পারেন এমন তথ্য সামনে আসার পর সকাল থেকেই বিধায়কের অফিসে নিরাপত্তা জোরদার করে পুলিশ।
হায়দ্রাবাদের গোসামহল নির্বাচনী এলাকার বিজেপি বিধায়ক রাজা সিং হুঁশিয়ারি দিয়েছিলেন যে, কৌতুক অভিনেতা মুনাব্বর ফারুকি যদি শো করতে আসেন, সেক্ষেত্রে তিনি তাঁকে মারধর করবেন এবং অনুষ্ঠানস্থল পুড়িয়ে দেবেন।
কৌতুক অভিনেতাকে হুমকি দেওয়া বিধায়কের একটি ভিডিও গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছিল। বিজেপি বিধায়কের অভিযোগ, ফারুকী তাঁদের দেবতাদের নিয়ে কৌতুক করে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।
মুনাব্বর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০ আগস্ট হায়দরাবাদে তার শো "ডোংরি টু নো হোয়ার" ঘোষণা করার পরেই বিজেপি বিধায়কের দিক থেকে হুমকি ধেয়ে আসে।
মুনাব্বর ফারুকি এর আগে জানুয়ারিতে হায়দ্রাবাদে অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কোভিডের বৃদ্ধির কারণে অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছিল।
এদিনের ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী কে টি রামা রাওকে উদ্দেশ্য করে বিজেপি বিধায়ক রাজা সিং বলেন, "অতীতেও আমাদের নির্বোধ মন্ত্রী কে টি আর পুলিশ সুরক্ষার প্রস্তাব দিয়েছিলেন এবং তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, অনুষ্ঠানটি একটি দুর্দান্ত সাফল্য পাবে। কিন্তু তারপরেও, যখন তেলঙ্গানা জুড়ে হিন্দু দলগুলি তাকে হুমকি দিতে শুরু করে, তখন তিনি ভয় পেয়েছিলেন এবং অনুষ্ঠানটি বাতিল করেছিলেন।"
রাজা সিং আরও বলেন, "আমি গুরুত্ব সহকারে এটি বলছি। তেলেঙ্গানার আইনশৃঙ্খলা সম্পর্কে সবাই জানে। আমি কে টি আর-কে বলছি, আপনি যদি এর আরও অবনতি না করতে চান তবে হায়দ্রাবাদে কৌতুক অভিনেতাকে অনুষ্ঠানের অনুমতি দেবেন না।"
জানুয়ারিতে যখন মুনাব্বর অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন তখন বিজেপি নেতারা একই রকম হুমকি দিয়েছিলেন। যদিও সেইসময় কোভিড মামলার বেড়ে যাওয়ায় জনসমাবেশে বিধিনিষেধের কারণে ওই শো বাতিল হয়ে যায়।
KTR তাকে হায়দ্রাবাদে শো করার জন্য প্রকাশ্যে আমন্ত্রণ জানানোর কয়েকদিন পর, ২২শে ডিসেম্বর, ২০২১-এ ফারুকি তার হায়দ্রাবাদ শো ঘোষণা করেছিলেন।
স্ট্যান্ড-আপ কমেডিয়ান এর আগে টুইট করেছিলেন যে তিনি হায়দ্রাবাদ শহরে পারফর্ম করার জন্য বেশ কয়েকটি কল এবং মেল পেয়েছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন