সিনেমার ছাড়পত্র দেওয়ার জন্য ঘুষ নিচ্ছে সেন্সর বোর্ড! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন দক্ষিণী অভিনেতা তথা প্রযোজক বিশাল। যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস পেয়েছেন ওই প্রযোজক।
সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমা 'মার্ক অ্যান্টনি'। এই ছবির হিন্দি সংস্করণে ছাড়পত্র দেওয়ার জন্য সেন্সর বোর্ডকে নাকি দিতে হয়েছে সাড়ে ৬ লক্ষ টাকা। বিশাল নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় এই অভিযোগ করেছেন। তিনি লেখেন, "রুপোলী পর্দাতে দুর্নীতি দেখানো ঠিক আছে। কিন্তু বাস্তব জীবনে নয়। বিশেষ করে সরকারি অফিসে এমন দুর্নীতি হওয়া উচিতই নয়। মুম্বইয়ের সিবিএফসি (Central Board of Film Certification) অফিসে এমনই দুর্নীতির শিকার হয়েছি আমরা। 'মার্ক অ্যান্টনি'র হিন্দি ভার্সনের জন্য সাড়ে ৬ লক্ষ টাকা দিতে হয়েছে। ৩ লক্ষ টাকা দেখার জন্য এবং সাড়ে ৩ লক্ষ টাকা ছাড়পত্র বা সার্টিফিকেট নেওয়ার জন্য।"
গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন বিশাল। তিনি বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের কাছে বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি। কারণ আমি কেরিয়ারে এই পরিস্থিতির শিকার কোনোদিন হইনি। এটা শুধু আমার জন্য নয়, ভবিষ্যতে যাতে অন্য কোনো নির্মাতাকে এই ধরণের দুর্নীতির শিকার না হতে হয় তার জন্য তুলে ধরা। কষ্ট করে টাকা উপার্জন করতে হয়। আর এইভাবে ঘুষ দিতে হলে খুবই খারাপ লাগে। আশা করি সত্য সামনে আসবেই"।
বিশালের ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। মন্ত্রকের তরফে ট্যুইটে বলা হয়েছে, "অভিনেতা সিবিএফসিতে যে দুর্নীতির অভিযোগ এনেছেন তা সত্যি বেদনাদায়ক এবং অনভিপ্রেত। দুর্নীতি দমন করার জন্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদেরও যথাযথ শাস্তি দেবে"। সূত্রের খবর, দুর্নীতির তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে সিবিএফসি ট্যুইট করে জানিয়েছে, 'কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে অতীতের থেকে বর্তমানে দুর্নীতি প্রায় বন্ধ করা সম্ভব হয়েছে। তবে এখনও কিছু জায়গায় এই এজেন্টরা সক্রিয় রয়েছে। তারাই সম্পূর্ণ প্রক্রিয়াকে বদনাম করার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন