মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানেই পাল্টে গেল নির্দেশ। রবিবার অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওল ৫৬ কোটি টাকা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মুম্বইয়ের জুহুতে তাঁর বাংলো নিলামে তোলার বিজ্ঞপ্তি জারি করেোছিল ব্যাঙ্ক অফ বরোদা। কিন্তু সেই বিজ্ঞপ্তি প্রকাশের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পাল্টে গেল নির্দেশ।
সোমবার সাত-সকালে পুনরায় একটি বিবৃতি জারি করে আগের সেই নির্দেশ বাতিল করে দিল ওই ব্যাঙ্ক। ২৪ ঘণ্টারও কম সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই সিদ্ধান্ত বদল নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।
২২ বছর পর মাত্র কয়েকদিন আগেই ২০০১ সালের ব্লকবাস্টার সিনেমা 'গদর' ছবির সিক্যুয়েল মুক্তি পেয়েছে। দর্শকদের মন জয় করে নিয়েছে সানি দেওলের ধামাকাদার কামব্যাক। বক্স অফিসে রমরমিয়ে চলছে এই ছবি। কিন্তু ছবি মুক্তির পরপরই এক অন্য সমস্যায় জড়িয়ে পড়েছেন এই অভিনেতা তথা বিজেপি সাংসদ।
রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছিল, গত বছরের ডিসেম্বর মাস থেকে ব্যাঙ্ক থেকে নেওয়া ৫৫.৯৯ কোটি টাকার ঋণ পরিশোধ করতে পারেননি সানি। তাই ব্যাঙ্কের কাছে বন্ধক রাখা মুম্বইয়ের জুহুর গান্ধী রোডে অবস্থিত তাঁর নিজস্ব নামাঙ্কিত বাংলো ‘সানি ভিলা’র ই-নিলাম করবে ব্যাঙ্ক। সেখান থেকেই সুদ-আসল সমেত বকেয়া ঋণের পুরো টাকা আদায় করার চেষ্টা করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ৫৯৯.৪৪ বর্গমিটার জমি সহ সানির ওই বাংলোর রিজার্ভ মূল্য ৫১.৪৩ কোটি টাকা। এবং নিলামে প্রাথমিকভাবে বিড শুরু হবে ৫.১৪ কোটি টাকা থেকে। আগামী ২৫ আগস্ট নিলাম অনুষ্ঠিত হবে। কিন্তু এই বিজ্ঞপ্তির ২৪ ঘণ্টা কাটার আগেই বদলে গেল ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিদ্ধান্ত। সোমবার আরও একটি বিজ্ঞপ্তি জারি করে ব্যাঙ্ক জানাল, “কিছু টেকনিক্যাল সমস্যার জন্য অজয় সিং দেওল ওরফে সানি দেওলের সম্পত্তির ই-নিলাম সংক্রান্ত নোটিশ প্রত্যাহার করা হল।”
বিজেপির সাংসদের বাড়ি নিলামে তোলার নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে ব্যাঙ্কের সিদ্ধান্ত বদলে প্রশ্ন তুলেছেন রাজ্যসভার কং সাংসদ জয়রাম রমেশ। এক্স-এ তিনি লিখেছেন, “ব্যাঙ্ক থেকে নেওয়া ৫৬ কোটি টাকার ঋণ না পরিশোধ করতে পারায় গতকাল বিকেলেই ব্যাঙ্ক অফ বরোদা বিজেপি সাংসদ সানি দেওলের জুহুর বাড়িটি নিলামে তোলার নোটিশ জারি করেছিল। কিন্তু আজ সকালে ২৪ ঘণ্টারো কম সময়ের মধ্যে ‘টেকনিক্যাল সমস্যা’র দোহাই দিয়ে সেই নিলামের নোটিশ প্রত্যাহার করে নিল ব্যাঙ্ক অফ বরোদা। ভাবছি, এই ‘টেকনিক্যাল সমস্যা’ কে তৈরি করল?”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন