অসংখ্যবার চিঠি লেখা, বারবার মেসেজ করা কিংবা প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে হঠাৎই তাঁর দরজার সামনে উপস্থিত হওয়া এখন আর ভালোবাসা প্রকাশের ভাষা নয় এবং সাম্প্রতিক সিনেমায় তাঁর স্পষ্ট প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে। বর্তমান সময়ের ভালবাসা নিয়ে এমনটাই মত অভিনেত্রী কাজলের। কিছুদিনের মধ্যেই ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমার হাত ধরে ফের রুপোলী পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেত্রী। সিনেয়ায় তাঁর সহ-অভিনেতা হিসেবে কাজ করেছেন কুমুদ মিশ্র।
আগামী সিনেমা নিয়ে সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারের সময় ৪৮ বছর বয়সী অভিনেত্রী জানিয়েছেন, “সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা প্রকাশের ভাষাও পাল্টে গিয়েছে অনেকটাই। নব্বইয়ের দশকে যা অত্যন্ত রোম্যান্টিক হিসেবে মনে হতো, তা আজকালকার দিনে বিরক্তিকর ও বোকা-বোকা হয়ে গিয়েছে। এখন যদি কেউ আপনাকে ১৫টি চিঠি লেখে, দিনে ১০বার আপনার দরজায় এসে কড়া নাড়ে কিংবা ৩০ বার মেসেজ করে, তার মানে সে আপনার জন্য ক্ষতিকারক এবং তার থেকে দূরে থাকা উচিত বলেই ধরে নেওয়া হয়। কিন্তু একটা সময় এগুলিই প্রচণ্ড রোম্যান্টিক হিসেবে গণ্য করা হতো। কিন্তু আজকাল ভালোবাসা প্রকাশের ভাষা পাল্টেছে। আর সেটা এখনকার সিনেমাতেও লক্ষ্য করা যায়।”
‘ডিডিএলজে’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে তাঁর জুটি ৯০-এর দশকের মানুষের কাছে আদর্শ রোম্যান্টিকতার উদাহরণ ছিল। সেই কাজল এবার ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাস্ট স্টোরিজ’ এর সিক্যুয়েলে অভিনয় করতে চলেছেন। এই সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে তিনি জানিয়েছেন, “এধরণের বিষয়ের ছবি করার সময় অভিনেতা হিসেবে আপনাকে ছবির গোটা দলের সঙ্গে যথেষ্ট স্বচ্ছন্দ হতে হয় এবং গোটা দলের প্রতি আপনার বিশ্বাস থাকাটা খুব প্রয়োজন।” তাঁর আরও বক্তব্য, “অভিনেতা হিসেবে যদি আপনি পুরোপুরি স্বচ্ছন্দ না বোধ করেন তাহলে সেই ছবি আপনার করা উচিত নয়। আমার জন্য এটা খুব প্রয়োজনীয়। যদি আমি নিজে স্বচ্ছন্দ বোধ করি, যদি পরিচালকের সঙ্গে বিনা দ্বিধায় কথা বলতে পারি, তবেই আমি সেই ছবিতে কাজ করার প্রস্তাব গ্রহণ করি।”
অন্যদিকে, সহ-অভিনেতা কুমুদ মিশ্রর প্রশংসায় পঞ্চমুখ কাজল জানালেন, “কুমুদ স্যার একজন অসাধারণ অভিনেতা। সুলতান, থাপ্পড়, আর্টিকেল ১৫-এর মতো ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসনীয়। কুমুস স্যার যেকোনো কিছুকে খুব সুন্দর ও ন্যাচারালভাবে দেখাতে পারেন। ওঁর সঙ্গে কাজ করার পর ওঁর প্রতি আমার সম্মান ২০ গুন বেড়ে গিয়েছে।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন