Amitabh Bachchan: হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারে মিথ্যে, নিজেই জানালেন ‘বিগ বি’

People's Reporter: শুক্রবার সারাদিন ধরে সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল ‘বিগ বি’ তথা অমিতাভ বচ্চনের অসুস্থতা। জানা গিয়েছিল, মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিয়োপ্লাস্টিও করানো হয়।
হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারেই মিথ্যে
হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারেই মিথ্যেছবি সৌজন্যে অমিতাভ বচ্চনের এক্স হ্যান্ডেল
Published on

শুক্রবার সারাদিন ধরে সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল ‘বিগ বি’ অর্থাৎ অমিতাভ বচ্চনের অসুস্থতা। জানা গিয়েছিল, মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিয়োপ্লাস্টিও করানো হয়েছে। সেই খবর প্রকাশ্যে আসার পরেই উদ্বেগ ছড়িয়ে পড়েছিল বিগ বি’র অনুরাগীদের মধ্যে। তবে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারেই যে মিথ্যে, সেকথা শনিবার নিজেই জানালেন অভিনেতা।

শুক্রবার ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) ফাইনাল ম্যাচ ছিল। ‘মাঝি মুম্বই’ এবং ‘টাইগার্স অফ কলকাতা’র মধ্যে এই ম্যাচ হয়। হাসপাতালে ভর্তির জল্পনার মধ্যেই এদিন ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে ম্যাচ দেখতে যান 'বিগ বি’। ‘মাঝি মুম্বই’ দলের সমর্থক অভিনেতা। সাদা হুডি ও ট্র্যাক প্যান্ট পরে খেলা দেখতে আসেন অভিনেতা। ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। এবং জানান, তিনি একেবারে সুস্থ। পাশাপাশি, এদিন 'বিগ বি' নিজের এক্স হ্যান্ডেলে ম্যাচ উপভোগের কিছু ছবিও শেয়ার করেছেন।

এদিন খেলার মাঠ থেকে একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে বিগ বি-কে বেশ খোশ মেজাজে খেলা উপভোগ করতে দেখা যায়। ভাইরাল ভিডিয়োতে, অমিতাভ এবং অভিষেককে কলকাতা টাইগার্সের বিপক্ষে খেলার সময় তাদের দলের খেলোয়াড়দের জন্য উল্লাস করতে দেখা গেছে। অভিনেতার সুস্থতার খবর পেয়ে স্বস্তির নিশ্বাস তাঁর অনুরাগী মহলে।

হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারেই মিথ্যে
CAA: সিএএ ‘অগ্রহণযোগ্য’, মন্তব্য তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের
হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারেই মিথ্যে
Oscars 2024: অস্কারের মঞ্চে স্মরণ করা হল প্রয়াত শিল্প নির্দেশক নীতিন দেশাইকে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in