ইতিহাসের এক উপেক্ষিত বিপ্লবীর গল্প ‘সর্দার উধম’

ইতিহাসের পাতায় উধম সিংকে নিয়ে খুব বেশি শব্দ খরচ না হলেও তাঁর ভূমিকা কিন্তু বিন্দুমাত্র কম নয়। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেন তিনি।
ইতিহাসের এক উপেক্ষিত বিপ্লবীর গল্প ‘সর্দার উধম’
ছবি - ভিকি কৌশল ফেসবুক পেজ
Published on

সুজিত সরকারের পরিচালনা মানেই সিনেমাপ্রেমীরা সবসময় একটু অন্যরকম কিছু আশা করেন। কারণ, প্রতিবারই এমন কিছু বিষয়কে তিনি চলচ্চিত্রের পর্দায় নিয়ে আসেন, যা সাধারণ মানুষ ততটা গুরুত্বই দেন না। উদাহরণ হিসাবে প্রথমেই আসবে 'পিকু'। আছে 'গুলাবো সিতাবো'র মতো ছবি। তবে বিপ্লবী উধম সিংকে নিয়ে ছবি ‘সর্দার উধম’-এ নিজের ঘরানাই বদলে ফেললেন সুজিত। গল্প বললেন একেবারে অন্য স্টাইলে।

স্বাধীনতার ইতিহাসে খুব কম শব্দই লেখা হয়েছে সর্দার উধম সিংকে নিয়ে। ইতিহাসের পাতায় উধম সিংকে নিয়ে খুব বেশি শব্দ খরচ না হলেও তাঁর ভূমিকা কিন্তু বিন্দুমাত্র কম নয়। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেন তিনি। ২১ বছর পর ১৯৪০ সালে পাঞ্জাবের তৎকালীন লেফ্টেন্যান্ট গভর্নর মাইকেল ও’ডয়েরকে হত্যা করেছিলেন উধম সিং। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে তিনি নিজের প্রিয়জনকে হারিয়ে ছিলেন। আহতদের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু ক্ষোভটা থেকেই গিয়েছিল। বদলা নিতে পাড়ি জমান লন্ডনে।

কিন্তু ছবিতে অতিরিক্ত কোনও প্রদর্শন পাওয়া যাবে না। প্রচণ্ড আবেগ এবং রক্ত গরম করা সংলাপও নেই। চিত্রনাট্য এমন সরলভাবে এগিয়েছে যে, খুব সহজেই ইতিহাস চোখের সামনে উঠে আসে। একটা শক্তপোক্ত স্ক্রিপ্ট যে কতটা প্রয়োজন হয়, তা এই ছবিতে স্পষ্ট।

সুজিতের এই ছবিতে সর্দার উধম সিংয়ের চরিত্রে প্রথমে ইরফান খানের অভিনয় করার কথা ছিল। কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুতে সুজিত বেছে নেন ভিকি কৌশলকে। সুজিতের প্রথম পছন্দ ইরফান শুনে ভিকি নাকি রাজি হচ্ছিলেন না। কারণ, ভিকির কথায়, সর্দার উধম চরিত্রের জন্য চাই পরিণত অভিনেতা।

অবশ্য ভালো পরিচালনা ও চিত্রনাট্য পেয়েও শুধুই ভিকি যেন উধমকে ছুঁতে পারলেন না। যদিও, ‘সর্দার উধম’ এমন এক ছবি যা কিনা আপনাকে ভাবাবে। একটা রেশ থাকবে ছবি শেষ হওয়ার পরও।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in