গরু পাচার কান্ডে সিবিআই দফতরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। নোটিশ মতো ১১টাতেই নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই আধিকারিকরা।
সূত্রের খবর, গরু পাচার কান্ডের তদন্তে নেমে গিয়ে একাধিক সাক্ষীর বয়ানে অভিনেতা দেবের নাম পায় সিবিআই। আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে দেবের বিরুদ্ধে। মূল অভিযুক্ত এনামুল হকের সাথেও দেবের যোগাযোগ রয়েছে। দেবকে উপহারও দিয়েছেন তিনি। এই সমস্ত কথা জানতে পেরেই গত ৯ ফেব্রুয়ারি দেবকে নোটিশ পাঠায় সিবিআই।
জানা গেছে, দেবকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ পাতার প্রশ্নপত্র তৈরি করেছে সিবিআই। যেখানে আর্থিক লেনদেন থেকে শুরু করে এনামুল হকের সাথে যোগাযোগের বিষয় নিয়েও প্রশ্ন রয়েছে। এই ৫ পাতার প্রশ্নপত্র নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন সিবিআই আধিকারিকরা বলে জানা গেছে।
অন্যদিকে গরু পাচার কান্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও তলব করেছিল সিবিআই। ১৪ তারিখ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু সেই হাজিরা তিনি এড়িয়ে গেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন