দেশের ক্ষমতাসীন দলের নেতাদের কার্যত অযোগ্য বলে দাবি করলেন বলিউড অভিনেত্রী কাজল। তাঁর মতে বর্তমানে দেশ চালাচ্ছেন অশিক্ষিত রাজনৈতিক নেতারা। এই মন্তব্যের জেরে দক্ষিণপন্থী গোষ্ঠীগুলির আক্রমণের মুখে পড়েছেন অভিনেত্রী। পাল্টা জবাবও দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ছবি 'দ্য ট্রায়ালে'র প্রচারে গিয়েছিলেন কাজল। সেখানে নারীর ক্ষমতায়ন এবং দেশের অভ্যন্তরে নারী সংক্রান্ত নীতির পরিবর্তনের বাস্তবায়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, 'ভারতের মতো দেশে পরিবর্তন খুব ধীর গতিতে হয়। অতিরিক্ত ধীর গতিতে পরিবর্তন হওয়ার কারণ হলো আমরা আমাদের ঐতিহ্যকে নিয়েই বাঁচতে চাই। আমাদের চিন্তাভাবনার মধ্যেও অভাব রয়েছে। এটার সাথে শিক্ষারও সম্পর্ক রয়েছে।'
তিনি আরও বলেছিলেন, 'আপনার কাছে এমন রাজনৈতিক নেতারা রয়েছে যাঁদের শিক্ষাগত কোনো ব্যাকগ্রাউন্ড বা যোগ্যতা নেই। আমি দুঃখিত কিন্তু তাও বলছি। আমি এমন নেতাদের দ্বারা শাসিত হচ্ছি যাদের মধ্যে অনেকের শিক্ষা সম্পর্কে কোনও দৃষ্টিভঙ্গিই নেই।'
কাজলের এই মন্তব্যের পরই তাঁকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শুরু করে দক্ষিণপন্থী গোষ্ঠীগুলি। অনেকে বলেন, 'কাজল নিজে ড্রপ আউট। ওর নিজের শিক্ষাগত যোগ্যতার অভাব রয়েছে।' আবার কেউ বলেন 'স্বামী নেশাগ্রস্ত আর স্ত্রী এসেছে শিক্ষা নিয়ে কথা বলতে। আপনি কতটা শিক্ষিত?' একজন লেখেন, 'বলিউড হল সবচেয়ে কম শিক্ষিতদের স্থান। আগা মাথা ছাড়াই এমন নির্বোধ সিনেমা তৈরি করে।' আরও অনেকে কটাক্ষ করেছে কাজলকে।
সমালোচনার মুখে পড়ে মন্তব্যের ব্যাখ্যা দেন কাজল। নিজের টুইটারে তিনি লেখেন, 'কোনো রাজনৈতিক নেতাকে আমার ছোটো করা উদ্দেশ্য ছিল না। আমাদের দেশে এমন অনেক মহান নেতা আছে যাঁরা দেশকে সঠিক পথে চালিয়ে নিয়ে যেতে পারেন।'
সোশ্যাল মিডিয়ায় কাজলের এই মন্তব্যে অনেকে বলছেন, 'ব্যাখ্যা কেন দিলেন? আপনাকে কেউ ভয় দেখিয়েছে?' আবার কেউ লিখেছেন, 'ব্যাখার প্রয়োজন ছিল না। আপনি একদম সঠিক কথা বলেছেন'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন