তালিবান প্রসঙ্গে টুইট, অভিনেত্রী স্বরা ভাস্করের বিরুদ্ধে এবার লালবাজারে অভিযোগ দায়ের

অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি হিন্দুদের আবেগে আঘাত করেছেন। আফগানিস্তানে তালিবানি শাসনের সঙ্গে দেশে হিন্দুত্বের সন্ত্রাসের তুলনা টেনে আনেন তিনি।
স্বরা ভাস্কর
স্বরা ভাস্করছবি- টুইটার
Published on

অভিনেত্রী স্বরা ভাস্করের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের হল লালবাজারে। কলকাতার ওই যুবকের নাম রাজ চৌধুরী। কলকাতা পুলিশের সাইবার সেলে লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগের লিখিত প্রতিলিপি তিনি কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকেও পাঠান।

রাজ চৌধুরী লিখেছেন, 'হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন স্বরা ভাস্কর। তিনি হিন্দু ও মুসলিমদের মধ্যে ইচ্ছাকৃতভাবে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছেন। হিন্দুদের সন্ত্রাসবাদী তকমা দেওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই-ই নয়, তালিবানি সন্ত্রাসের প্রশংসা করেছেন। এই ধরনের পোস্ট সমাজে প্রভাব ফেলে। ভারতীয় এবং হিন্দু হিসেবে আমি আঘাত পেয়েছি। সুতরাং আমি স্বরা ভাস্করের বিরুদ্ধে এফআইআর করতে চাই।'

স্বরা ভাস্কর
সুদূর আফগানিস্তানের মতো ভারতেও প্রচ্ছন্ন ধর্মীয় সন্ত্রাস চলছে - টুইট করে বিপাকে স্বরা ভাস্কর

দেশে হিন্দুত্বের সন্ত্রাস চলছে। এর প্রতিবাদ করতে হবে। এরকম টুইট করে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়। বিভিন্ন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।

অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি হিন্দুদের আবেগে আঘাত করেছেন। আফগানিস্তানে তালিবানি শাসনের সঙ্গে দেশে হিন্দুত্বের সন্ত্রাসের তুলনা টেনে আনেন তিনি। স্বরার বিতর্কিত টুইট ঘিরে শোরগোল পড়ে নেট দুনিয়ায়। নেটিজেনরা স্বরার বিরুদ্ধে সরব হন। তাঁকে গ্রেফতার করা নিয়ে টুইটারে ট্রেন্ডিং চলছে। হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন স্বরা ভাস্কর, এই মর্মে এবার কলকাতাতেও অভিযোগ দায়ের হল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in