Kangana Ranaut: কৃষক আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য! এবার উত্তরপ্রদেশের আদালতের নোটিশ কঙ্গনাকে

People's Reporter: গত ১১ সেপ্টেম্বর অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে উত্তরপ্রদেশের আগরার এমপি-এমএলএ কোর্টে মামলা দায়ের করেন রামা শঙ্কর শর্মা নামে এক আইনজীবী।
কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউতফাইল ছবি সংগৃহীত
Published on

মহাত্মা গান্ধী এবং কৃষক আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার এই অভিযোগের ভিত্তিতে তাঁকে নোটিশ পাঠালো আরও এক আদালত। আগামী ২৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তার মধ্যেই অভিনেত্রীর কাছে জবাব তলব করেছে উত্তরপ্রদেশের আগরার এমপি-এমএলএ আদালত।

গত ১১ সেপ্টেম্বর অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে উত্তরপ্রদেশের আগরার এমপি-এমএলএ কোর্টে মামলা দায়ের করেন রামা শঙ্কর শর্মা নামে এক আইনজীবী। তিনি জানিয়েছেন, দেশের কোটি কোটি কৃষককে অপমান, জাতির পিতা মহাত্মা গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আইনজীবীর সেই মামলার ভিত্তিতে মঙ্গলবার হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে নোটিশ পাঠিয়েছে আদালত। আগামী ২৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তার মধ্যেই অভিনেত্রীর কাছে জবাব তলব করা হয়েছে।

গত আগষ্টে সমাজমাধ্যমের একটি পোস্টে কঙ্গনা লিখেছিলেন, ‘ভারতে কৃষক আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে পারত। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচক্ষণ সিদ্ধান্তের জন্যই তা হতে পারেনি।’ ওই পোস্টে কঙ্গনা এ-ও লিখেছিলেন যে, ‘কৃষক আন্দোলন চলাকালীন ঝুলন্ত অবস্থায় বহু দেহ পাওয়া গিয়েছে। সেই সময় প্রচুর ধর্ষণের ঘটনাও ঘটেছে।’ তিনি দাবি করেছিলেন, কৃষকদের আন্দোলনের পিছনে বিদেশী শক্তির হাত আছে।

এর আগেও একাধিকবার তিনি কৃষক আন্দোলনের বিরোধিতা করেছেন। তিনি বলেছিলেন, মহিলাদের ১০০ টাকা করে আন্দোলনের জন্য ভাড়া করা হয়েছে।

কঙ্গনা রানাউত
Kangana Ranaut: গান্ধী জয়ন্তীতে ফের বিতর্কিত মন্তব্য, দলেই তীব্র সমালোচিত বিজেপি সাংসদ কঙ্গনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in