হৃদরোগে আক্রান্ত হলেন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব তথা সমাজকর্মী বিভাস চক্রবর্তী। এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বিভাস চক্রবর্তী। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তৎক্ষণাৎ বাইপাশের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
হাসপাতালে আনার পর অ্যাঞ্জিওগ্রাম করা হয় প্রবীণ নাট্যব্যক্তিত্বের। পরীক্ষায় দেখা যায় তাঁর ধমনীতে ব্লক রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টিক করা হয় এবং স্টেন্ট বসানো হয়।
হাসপাতালের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, "এই মুহূর্তে বিভাস চক্রবর্তীর অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যা রয়েছে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন