Partha Sarathi Dev: টলিউডের বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব প্রয়াত

People's Reporter: জানা গেছে, পার্থসারথি দেব বহুদিন ধরেই সিওসিডির সমস্যায় ভুগছিলেন। ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল।
পার্থসারথি দেব
পার্থসারথি দেব ছবি, সংগৃহীত
Published on

ফের শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। শুক্রবার রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা।

‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এর সহ-সভাপতি ছিলেন পার্থসারথি। সেই ফোরামের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে অভিনেতার মৃত্যু খবর জানানো হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা এবং আমাদের ফোরামের অন্যতম সহ-সভাপতি পার্থসারথি দেব ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর অকালপ্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে।’’ তাতে স্বাক্ষর রয়েছে ফোরামের সাধারণ সম্পাদক তথা অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার দুপুর দুটোয় অভিনেতাকে টেকনিশিয়ন স্টুডিয়োতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে।

জানা গেছে, পার্থসারথি দেব বহুদিন ধরেই সিওসিডি-র সমস্যায় ভুগছিলেন। ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। তারপর নিউমোনিয়া ধরা পড়ায় পুরো বুকে ইনফেকশন ছড়িয়ে পড়েছিল। এরপর গত ৯ ফেব্রুয়ারী কলকাতার বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এতদিন ধরে চিকিৎসা চলছিল তাঁর। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে।

৪০ বছর ধরে অভিনয় জীবনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ‘লাঠি’, ‘কাকাবাবু হেরে গেলেন’ সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। গত বছর মুক্তি পাওয়া ‘বগলা মামা যুগ যুগ জিও’ এবং ‘রক্তবীজ’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এর আগে ২০২১ সালে করোনাতে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা।

পার্থসারথি দেব
CAA: সিএএ ‘অগ্রহণযোগ্য’, মন্তব্য তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের
পার্থসারথি দেব
Amitabh Bachchan: হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারে মিথ্যে, নিজেই জানালেন ‘বিগ বি’

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in