মোদি অনুরাগী বলেই পরিচিত ছিল তাঁর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বোধহয় সেই অনুরাগে কিছুটা ঘাটতি পড়েছিল। বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের সংবাদমাধ্যমে প্রকাশ্যে স্বীকার করেছিলেন, কোভিড মোকাবিলা করতে গিয়ে কোথাও সরকারের পা পিছলে গিয়েছে। সেক্ষেত্রে সরকারকে দায়বদ্ধতা নিতে হবে। কিন্তু কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ড্যামেজ কন্ট্রোলে নামতে হল তাঁকে। সাফাই গেয়ে টুইট করলেন, যাঁরা কাজ করেন, তাঁদেরই ভুল হয়।
শুক্রবার ছয় লাইনের একটি হিন্দি কবিতা টুইট করেন এই অভিনেতা। লেখা রয়েছে, 'যাঁরা কাজ করেন, শুধু তাঁদেরই ভুল হয়। যাঁরা অলসভাবে বসে বসে অন্যের খারাপ খুঁজে বেড়ান, তাঁদের জীবন খুব শিগগিরই সমাপ্তির পথে চলে আসে।'
একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ অভিনেতা বলেছিলেন, 'কিছু ক্ষেত্রে তারা নিজেদের কাজ ঠিকমতো করা থেকে পিছলে গিয়েছে। এবার এটা তাদের বোঝার সময় হয়েছে এবং শুধু ভাবমূর্তি তৈরি করার থেকেও এখন অনেক বেশি জরুরি মানুষের প্রাণ বাঁচানো।'
সরকার কি কোভিড ত্রাণের থেকেও ভাবমূর্তি তৈরি করায় বেশি মনোযোগী হয়েছে? এই প্রশ্নের জবাবে অনুপম খের জানিয়েছিলেন, 'আমার মনে হয় অনেক ক্ষেত্রেই এই সমালোচনার যথেষ্ট কারণ রয়েছে৷ এই দেশের মানুষই সরকারকে নির্বাচন করেছেন। কাজেই তাঁদের এই অবস্থায় মানুষের জন্য কিছু করা উচিত৷ যে ব্যক্তির উপর এই সব ঘটনার প্রভাব পড়বে না, তিনি অমানবিক। দেহ ভাসছে। তবে একে নিজেদের স্বার্থসিদ্ধিতে কাজে লাগানোও কোনও রাজনৈতিক দলের ঠিক না। মানুষ হিসেবে আমাদের রাগ করার অধিকার রয়েছে। যা ঘটেছে, তার জন্য সরকারকেই দায়ী করা উচিত।'
বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে সমর্থনে বক্তব্য রেখে একাধিকবার তিনি ট্রোল্ড হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কয়েক সপ্তাহ আগে যখন নাম কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দেশের মানুষ অভিযোগের আঙুল তুলছেন, তখনও তিনি টুইট করেছিলেন, 'ক্ষমতায় ফিরবেন সেই মোদিই।' সেই অনুপম খেরের মুখেই কেন্দ্র বিরোধী এই বক্তব্যে শোরগোল পড়ে যায়। এরপর সম্ভবত পিঠ বাঁচাতে সাফাই দিয়ে ড্যামেজ কন্ট্রোলে নামতে হল তাঁকে।
এই কঠিন কোভিড পরিস্থিতিতে অনেক অভিনেতার মতো তিনিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারকাদের সঙ্গে মিলে হিল ইন্ডিয়া নামে একটি উদ্যোগ শুরু করেছেন। কোভিড রোগীদের প্রয়োজনে ভেন্টিলেটর এবং অক্সিজেনের যোগান দিয়ে চলেছেন তাঁরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন