লোকসভা ভোটের আবহে ফের একবার জল্পনা ছড়াল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের রাজনীতিতে যোগ দেওয়া এবং প্রার্থী হওয়া নিয়ে। কংগ্রেসের প্রতীকে হরিয়ানা থেকে লোকসভা ভোটে লড়বেন তিনি - এক্স হ্যান্ডেলে এমনই এক পোষ্ট ভাইরাল হয়। যদিও সমস্ত জল্পনার অবসান ঘটালেন সঞ্জু বাবা নিজেই।
সোমবার নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে জল্পনার অবসান ঘটান অভিনেতা নিজেই। তিনি লেখেন, “আমার রাজনীতির ময়দানে আসা নিয়ে যে সব জল্পনা শোনা যাচ্ছে সেগুলো বন্ধ করতে চাই। আমি কোনও দলে যোগ দিচ্ছি না, কিংবা লোকসভা ভোটেও লড়ছি না। যদি আমি কখনও রাজনীতির ময়দানে নামি, তাহলে আমি নিজেই সেটা সবার প্রথম জানাব।“
অনুরাগীদের উদ্দেশ্যে অভিনেতা আরও লেখেন, “দয়া করে আমার সম্পর্কে যে সব খবর ছড়াচ্ছে সেগুলোতে কান দেবেন না।“
এই প্রথম নয়, এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের আগেও গুঞ্জন ছড়ায় সঞ্জয় দত্তের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে। মহারাষ্ট্রের মন্ত্রী মহাদেব জনকর এই দাবি করেন। সেই দাবি উড়িয়ে অভিনেতা সেই সময় জানিয়েছিলেন, মোটেই রাষ্ট্রীয় সমাজ প্রকাশ দলে যোগ দিচ্ছেন না তিনি। আপতত ব্যক্তিগত জীবন এবং অভিনয় কেরিয়ারই তাঁর একমাত্র লক্ষ্য।
উল্লেখ্য, ২০০৯ সালে সমাজবাদী পার্টির হয়ে লখনউতে ভোটে লড়ার কথা ছিল অভিনেতার। কিন্তু সেই সময় অভিনেতাকে অস্ত্র আইনে সাজা শোনায় আদালত। ফলে অভিনেতাকে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে হয়। যদিও এরপর পার্টির জেনারেল সেক্রেটারির পদে দেওয়া হলেও রাজনীতি থেকে সরে দাঁড়ান অভিনেতা।
সঞ্জয় দত্তকে এরপর দেখা যাবে ‘ওয়েলকাম টু জঙ্গল’ ছবিতে। যেখানে তাঁর সাথে রয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়ালের মতো অভিনেতারা। ২০২৪-এর ২০শে ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন