Dev: 'ঘাটালে পূর্ণ সময়ের সাংসদ হলে ভালো', প্রার্থী হতে চাইছেন না দেব? অভিনেতার মন্তব্যে শুরু জল্পনা

People's Reporter: দেবকে সংবাদ মাধ্যমে বলতে শোনা যায়, “ঘাটালে পূর্ণ সময়ের সাংসদ হলে আমার চেয়ে ভালো কাজ করবে। ২০২৪-এ টিকিট পাব কি না, ভোটে লড়ব কি না এ নিয়ে এখনও ভাবার জায়গায় আসিনি।”
অভিনেতা দেব
অভিনেতা দেবফাইল ছবি
Published on

আর কয়েক মাস পরই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। জানা গেছে, এবার বেশ কিছু নতুন মুখ আনতে চলেছে এরাজ্যের শাসক দল। যার জেরে টিকিট পাবে না অনেক পুরানো সাংসদই। আর এই আযের জল্পনা শুরু হয়েছে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবকে নিয়ে। তিনি কি এবারের লোকসভা ভোটে দাঁড়াবেন? সম্প্রতি অভিনেতার করা এক মন্তব্য এই জল্পনা আরও উসকে দিয়েছে।

বেশ কিছুদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল, এবার হয়তো আর ভোটে দাঁড়াবেন না অভিনেতা-প্রযোজক দীপক অধিকারী ওরফে দেব। তবে আরও জল্পনা তৈরি করল দেবের এক মন্তব্যে। সম্প্রতি এক বাংলা সংবাদ মাধ্যমে দেবকে বলতে শোনা যায়, “ঘাটালে পূর্ণ সময়ের সাংসদ হলে আমার চেয়ে ভালো কাজ করবে।” তাঁর আরও সংযোজন, “২০২৪-এ টিকিট পাব কি না, ভোটে লড়ব কি না এ নিয়ে এখনও ভাবার জায়গায় আসিনি।” তবে কি চব্বিশের লোকসভা থেকে নিজেকে সরিয়ে নিতে চলেছেন তিনি?

বর্তমানে অভিনেতা ব্যস্ত তাঁর নয়া ছবি ‘প্রধান’-এর প্রমোশন নিয়ে। বড়দিনে মুক্তি পেতে চলেছে তাঁর এই ছবি। টলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন তিনি। ছবির প্রচারের মাঝেই রাজনীতি নিয়ে মুখ খুললেন তিনি। সংবাদ মাধ্যমে তাঁকে বলতে শোনা গেল, ”২০১৯ সালে ভেবেছিলাম দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) বললে ভোটে লড়ব। এবার সেরকম কিছু ভাবতে পারছি না। ২০২৪-এ টিকিট পাব কি না, ভোটে লড়ব কি না এ নিয়ে এখনও ভাবার জায়গায় আসিনি। তবে আমার পরিবর্তে পূর্ণ সময়ের সাংসদ হলে কাজ ভালো হবে।"

উল্লেখ্য, ২০১৪ সালে তৃণমূলের প্রতীকে ঘাটালে ভোটে দাড়িয়েছিলেন অভিনেতা-প্রযোজক দেব। ভোটে জিতে সাংসদ হন তিনি। এরপর ২০১৯ –এও দ্বিতীয়বারের জন্য ঘাটালের সাংসদ হয়েছিলেন তিনি। সাংসদ হওয়ার পর বিতর্কেও জড়িয়েছেন তিনি। গরু পাচার মামলায় কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে তাঁকে। পাশাপাশি নিজের সাংসদীয় এলাকায় যথেষ্ট সময় দিতে পারেন না তিনি বলে অভিযোগ এলাকাবাসীদের। এই নিয়ে প্রায়ই বিক্ষোভ দেখাতেও দেখা যায়। এবার সাংসদ নিজেই কার্যত সেই অভিযোগ স্বীকার করে নিলেন। তবে এব্যাপারে এখনও দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অভিনেতা দেব
রেড রোডে হলে নবান্নের সামনে নয় কেন? - সংগ্রামী যৌথ মঞ্চকে শর্তসাপেক্ষ ধর্নার অনুমতি আদালতের
অভিনেতা দেব
সম্পত্তি বৃদ্ধির নিরিখে ছাপিয়ে গেলেন আম্বানি-আদানিকে, এবারও দেশের ধনীতম মহিলা সাবিত্রী জিন্দাল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in