স্বাধীনতার মাঝরাতে রাজ্য জুড়ে মহিলাদের রাস্তা দখলের ডাক - সামিল হবেন স্বস্তিকা-শুভশ্রীরাও

People's Reporter: ১৪ আগষ্ট রাতে নারী স্বাধীনতার দাবিতে 'রাত দখল করুক মেয়েরা' এই ডাক দিয়েছিলেন প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম। রিমঝিমের ডাকে সাড়া দেয় হাজার হাজার মহিলারা।
স্বাধীনতার দিবসের মধ্যরাতে রাত দখল করবেন মেয়েরা
স্বাধীনতার দিবসের মধ্যরাতে রাত দখল করবেন মেয়েরাছবি - সংগৃহীত
Published on

আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। বিচারের দাবি কর্মবিরতির ডাক দিয়েছে গোটা দেশের চিকিৎসকরা। প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ থেকে বুদ্ধজীবীরাও। আর এই আবহে রাতের পথ দখল করতে পথে নামছেন মহিলারা।

আগামী ১৫ আগষ্ট ৭৮ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতার আগের রাতে অর্থাৎ ১৪ আগষ্ট মধ্যরাতে নারী স্বাধীনতার দাবিতে 'রাত দখল করো মেয়েরা' ডাক দিয়েছিলেন প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম সিনহা। সেই পোষ্টার মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে দিকে দিকে। রিমঝিমের ডাকে সাড়া দেয় হাজার হাজার মহিলারা। সেই তালিকায় রয়েছেন স্বস্তিকা, শুভশ্রীর মতো বিনোদন জগতের একাধিক তারকা।

জানা গেছে, প্রাথমিকভাবে ঠিক হয়েছিল ১৪ আগষ্ট রাত ১১.৫৫ মিনিটে মহিলারা জমায়েত করবেন যাদবপুর, অ্যাকাডেমি এবং কলেজস্ট্রিটে। তবে বর্তমানে এই জমায়েত আর তিন জায়গাতে সীমাবদ্ধ নেই। মহিলাদের রাত দখলের কর্মসূচি কলকাতার অন্যান্য অঞ্চল ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে শহরতলিতেও। মহিলারা জমায়েত করবেন ডানলপ মোড়, সিঁথির মোড়, বিশ্ববাংলা গেট নিউটাউন, উত্তরপাড়া কলেজ মোড়, উত্তরপাড়া সখের বাজার, মধ্যমগ্রাম চৌমাথা মোড়, বারাসাত ১ নং স্টেশন, বারাসাত ডাকবাংলো মোড়, বালিখাল, হাওড়া শরৎ সদন, আরামবাগ, কৃষ্ণনগর, কল্যাণী আই.টি.আই মোড়, নীলদর্পণ, বনগাঁ, রায়গঞ্জ, ঘড়িমোড়, ।

মহিলাদের রাত দখলের কর্মসূচিতে এত সাড়া পাবেন তা ভাবতে পারেননি প্রেসিডেন্সির প্রাক্তনী। পরে ফেসবুকে এক ভিডিও বার্তায় রিমঝিম জানান, ”স্বাধীনতার আগের রাতে আমি নিজের নিরাপত্তা ও স্বাধীনতার দাবিতে রাস্তায় বসব। তবে সেটা এত বড় সাড়া পাবে, তা আমি আশা করিনি।“ তবে তিনি রাজনৈতিক ঝাণ্ডা সঙ্গে না নিয়ে আসার অনুরোধ করেছেন।  

রিমঝিমের সেই ভিডিও বার্তা নিজের ওয়ালে শেয়ার করে নেন অভিনেত্রী স্বস্তিকা মুখ্যার্জি। অভিনেত্রী ক্যাপশানে লেখেন, “মেয়েদের শাড়ী, শাড়ীর আঁচল, ব্লাউজের মাপ, কতটা বুক দেখা যাওয়া ঠিক, কোনটা বেঠিক, কোনটা শালিন, কোনটা নয়-এই নিয়ে শুনেই চলেছি। মেয়েদের দিকে আঙুল তোলা টা কে আমরা নর্ম্যালাইজ করে ফেলেছি। নিরাপত্তা আদায় করে নেওয়া টা আমাদের কাজ নয়। দাবী নয়। এটা আমাদের প্রাপ্য।“

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও পোষ্টার শেয়ার করে নিজের সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি উপস্থিত থাকছেন।

এছাড়া মহিলাদের রাত দখলের কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন সোহিনী সরকার, মানসী সিনহা, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্য়ায়রাও।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in