ম্যাচের শুরুতে এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ইতালির পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলতে পৌঁছে গেলো বেলজিয়াম। এই ম্যাচে বেলজিয়ামের জয়ের নায়ক কেভিন ডি ব্রুইন। ম্যান সিটি তারকা একা হাতে ডেনমার্কের স্বপ্ন ভেঙে তছনছ করে দেন। বদলি হিসেবে নেমে একটি গোল করান এবং পরে এক গোল করেন ডি ব্রুইন। ইউরো কাপের অন্য এক ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে ডাচরা। ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলেছে ফ্রাঙ্ক ডি বোরের ব্রিগেড।
ডেনমার্কের হয়ে এই ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ান এরিকসেন। তবুও তিনি ছিলেন। কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে ব্যানার জুড়ে তাঁর নাম তুলে ধরেন সমর্থকরা। ম্যাচ শুরুর সাথে সাথেই এই ম্যাচে বেলজিয়ামের জালে বল জড়ায় ডেনমার্ক। ম্যাচের দু'মিনিটে পিয়েরে-এমাইল হজবার্গের পাস থেকে ইউসুফ পউলসেনের গোলে এগিয়ে যায় ডেনিশরা।এরপর বেলজিয়ামের উপর কর্তৃত্ব রেখে একের পর এক আক্রমণ শুরু করে তারা।
ম্যাচের ৪৬ মিনিটে ড্রিস মের্টেন্সের পরিবর্তে বেলজিয়ামের হয়ে মাঠে নামেন কেভিন ডি ব্রুইন। আর এখান থেকেই বেলজিয়াম ঘুরে দাঁড়ায়। ৫৪ মিনিটে ডি ব্রুইনের পাস থেকে গোল করে বেলজিয়ামকে সমতা এনে দেন থর্গান হ্যাজার্ড। এরপর ৭০ মিনিটে এডেন হ্যাজার্ডের পাস থেকে ডেনমার্কের জালে জয়সূচক গোলটি জড়ান ডি ব্রুইনই। ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় রবার্টো মার্টিনেজেরা।
অন্যদিকে আমস্টারডামে অস্ট্রিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলতে পৌঁছে গেলো ফ্র্যাঙ্ক ডি বোররা। নেদারল্যান্ড এই ম্যাচে দুই অর্ধে একটি করে গোল করেন। প্রথমার্ধের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডাচদের এগিয়ে দেন মেমফিস ডিপে। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ডেনজেল ডুমফ্রিস ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত এই ২-০ গোলের লীডই ধরে রাখে ডি বোররা
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন