পার্কেনে ইউরোর ম্যাচ চলাকালীন সংজ্ঞা হারিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন ডেনিশ প্লে মেকার ক্রিশ্চিয়ান এরিকসন। প্রাণ সংশয় রয়েছে এই ইন্টার মিলান মিডফিল্ডারের। কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস ফেরানোর চেষ্টা চালাচ্ছে চিকিৎসকরা। আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে ডেনমার্ক বনাম ফিনল্যান্ডের ম্যাচ।
শেষ পাওয়া খবর অনুসারে সুস্থ আছেন এরিকসন। তাঁর জ্ঞান ফিরে আসার বেশ কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। উয়েফার তরফ থেকে এক ট্যুইট বার্তাতেও একথা জানানো হয়েছে।
ম্যাচের ৩৮ মিনিটে থ্রো ইনের সময় হঠাৎ করেই সংজ্ঞা হারান এরিকসন। এরপর মাঠের মধ্যেই জরুরি চিকিৎসা শুরু করে মেডিক্যাল টিম। ততক্ষণে কাঁদতে শুরু করেছে ডেনমার্কের দল। ভয়ে কুঁকড়ে গেছে ফিনল্যান্ডের ফুটবলাররাও। পার্কেনের দর্শকরাও চোখের জল ধরে রাখতে পারেনি।
অনেকক্ষণ মাঠের মধ্যে চিকিৎসা চালানোর পর স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে এরিকসনকে। তাঁর দ্রুত সুস্থতার কামনায় সোশ্যাল মিডিয়া ভরে গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত আর কোনো তথ্য পাওয়া যায়নি এরিকসনের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন