একদিকে কোপা, অন্যদিকে ইউরো। ফুটবল ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আজ সকালেই ব্রাজিলকে হারিয়ে স্বপ্নের কোপা আমেরিকা হাতে তুলে নিয়েছে লিও মেসি ও তাঁর দল। ভারতীয় সময় রাত সাড়ে ১২ টায় ইউরোর ফাইনালে ইতালি এবং ইংল্যান্ডের হাইভোল্টেজ মোকাবিলা। গ্যারেথ সাউথগেট নাকি রবার্টো মানচিনি! ওয়েম্বলিতে ইউরোপ সেরা হবে কোন দল?
১৯৬৬ সালে জার্মানিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলো ইংল্যান্ড। তারপর কেটে গেছে দীর্ঘ ৫৫ বছর। আর কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করতে পারেনি। অবশেষে চলতি ইউরোতে ডেনমার্ককে পেছনে ফেলে ফাইনালের টিকিট জিতেছে থ্রি লায়ন্সরা। অন্যদিকে ১৯৬৮ সালে ইউরো জয়ের পর ইতালি আর ইউরো জিততে পারেনি। এবার ৫৩ বছরের খরা কাটিয়ে ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখছে আজ্জুরিরাও।
দুই দলই শিরোপা জয়ের জন্য হট ফেভারিট। গ্রুপ পর্ব থেকে শুরু করে নক আউট পর্বে দুরন্ত প্রদর্শন করেছে দুই দলই। রবার্টো মানচিনির দল ৩৩ ম্যাচ অপরাজিত। তবে তারুণ্যে ভরপুর সাউথগেট ব্রিগেড ঘরের মাঠে ইতিহাস রচনা করতে নাছোড়বান্দা।
ইতালির সম্ভাব্য একাদশ: জিয়ানলুইজি ডোন্নারুমা, জিওভানি দি লরেঞ্জো, লিওনার্দো বনুচ্চি, জর্জিয়ো চেলিনি, এমারসন পালমেইরা, মার্কো ভেরাত্তি, জর্জিনহো, নিকোলো বারেল্লা, লরেঞ্জো ইনসাইন, সিরো ইমোবিল, ফ্রেডরিকো চিয়েসা।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুয়ের, লুক শ, কেলভিন ফিলিপস, ডেকান রাইস, বুকায়ো সাকা, ম্যাসন মাউন্ট, রহিম স্টার্লিং, হ্যারি কেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন