ওয়েম্বলিতে জয় দিয়ে ইউরো অভিযান শুরু করলো ইংল্যান্ড। প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করলো গ্যারেথ সাউথগেটের ছেলেরা। ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে জয়সূচক গোলটি করেন রহিম স্টার্লিং।
'ইউরো ২০২০'-এর অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড। শিরোপা জয়ের দাবিদার হিসেবে ব্রিটিশদের এগিয়ে রাখছে অনেকেই। বিশ্বকাপ ফাইনালিস্ট লুকা মড্রিচদের হারিয়ে হ্যারি কেনরা নিজেদের শক্তির জানান দিলো। এর আগে কোনো বড় টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পায়নি ইংল্যান্ড। অন্যদিকে ক্রোয়েশিয়া বড় টুর্নামেন্টের প্রথম ম্যাচ কখনো হারেনি। ওয়েম্বলিতে আজ ইংল্যান্ডের জয়ের সাথে সাথেই তৈরি হলো নতুন ইতিহাস।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে গোলের দেখা পায় গ্যারেথ সাউথগেটেরা। কেলভিন ফিলিপসের পাস থেকে জয়সূচক গোলটি করেন ম্যান সিটির ২৬ বর্ষীয় ফরোয়ার্ড রহিম স্টার্লিং। শেষ পর্যন্ত এই লীডই ধরে রাখে হ্যারি কেনরা।
এই ম্যাচে দুই দলই লড়াই চালিয়েছে সমানে সমানে। লুকা মড্রিচরা ৫০ শতাংশ বল নিজেদের দখলে রাখে এবং ইংল্যান্ডও তাই। দুই দলই মোট আটটি করে শট নেয়। যার মধ্যে দুটি থাকে টার্গেটে। তবে ইংল্যান্ডের একটি শট ক্রোয়েশিয়ার জাল ছুঁয়ে গেলেও ক্রোয়েশিয়া জর্ডন পিকফোর্ডকে পরাস্ত করতে পারেনি। তিন পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠ ছাড়ে ব্রিটিশরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন