Euro Cup: নেদারল্যান্ডের বিজয়রথ অব্যাহত, শেষ ষোলতে গ্রুপ সি'থেকে ডাচদের সঙ্গী অস্ট্রিয়াও

ম্যাসিডোনিয়া এবং নেদারল্যান্ড দুই দলেরই এই ম্যাচে হারানোর কিছু ছিলোনা। তার কারণ ডাচদের দ্বিতীয় রাউন্ডে যাওয়া আগেই নিশ্চিত হয়েছিলো এবং ম্যাসিডোনিয়া জিতলেও পৌঁছাতে পারতো না পরের রাউন্ডে।
Euro Cup: নেদারল্যান্ডের বিজয়রথ অব্যাহত, শেষ ষোলতে গ্রুপ সি'থেকে ডাচদের সঙ্গী অস্ট্রিয়াও
Published on

ইউরোতে নেদারল্যান্ডের বিজয়রথ অব্যাহত। দুই ম্যাচ জিতে আগেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছিলেন ফ্র্যাঙ্ক ডি বোর'রা। তৃতীয় ম্যাচে নর্থ ম্যাসিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে তিনে তিন জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলতে ডাচ বাহিনী। নেদারল্যান্ডের সঙ্গে গ্রুপ সি থেকে নক আউট পর্বের টিকিট পেয়েছে অস্ট্রিয়া। ইউক্রেনকে ১-০ গোলে হারিয়েছে ডেভিড আলাবারা।

ম্যাসিডোনিয়া এবং নেদারল্যান্ড দুই দলেরই এই ম্যাচে হারানোর কিছু ছিলোনা। তার কারণ ডাচদের দ্বিতীয় রাউন্ডে যাওয়া আগেই নিশ্চিত হয়েছিলো এবং ম্যাসিডোনিয়া জিতলেও পৌঁছাতে পারতো না পরের রাউন্ডে। নিয়মরক্ষার এই ম্যাচে জয় এলো ডাচ শিবিরেই। অপরদিকে গ্রুপ পর্বের তিনটি ম্যাচের তিনটিতেই হেরে 'ইউরো ২০২০'-কে বিদায় জানালেন গোরাভ পান্ডেভ বাহিনী। ম্যাসিডোনিয়া অধিনায়ক পান্ডেভ তাঁর ২০ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের ইতি টানলেন এই ম্যাচের মধ্য দিয়েই।

আমস্টারডামে এই ম্যাচে সদ্য বার্সেলোনায় যুক্ত হওয়া মেমফিস ডিপে প্রথমার্ধে লীড এনে দেন ডাচদের। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন নেদারল্যান্ড অধিনায়ক জর্জিনিয়ো উইজনালডুম। ৫১ মিনিটে মেমফিস ডিপের পাস থেকে নিজের প্রথম এবং দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন উইজনালডুম। ৫৮ মিনিটে ম্যাসিডোনিয়ার জালে নিজের দ্বিতীয় গোলটি জড়ান এই লিভারপুল মিডফিল্ডার।

অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে ইউক্রেনকে হারিয়ে চমক দেখিয়েছে অস্ট্রিয়া। দীর্ঘ ৩৮ বছর পর কোনো বড় টুর্নামেন্টের নক আউট পর্বের টিকিট পেলো ইউরোপের দেশটি। অস্ট্রিয়ার হয়ে ম্যাচের ২১ মিনিটে অধিনায়ক ডেভিড আলাবার পাস থেকে জয়সূচক গোলটি করেন ক্রিস্টোফ বাউমগার্টনার।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in