দশ জনের পোল্যান্ডকে আটকে দিলো স্লোভাকিয়া। রবার্ট লেভনডস্কিদের ২-১ গোলে হারিয়ে ইউরো অভিযান শুরু করলো স্টেভান টারকোভিসের ছেলেরা। পোল্যান্ডের আত্মঘাতী গোল, দ্বিতীয়ার্ধে সমতা ফিরে পাওয়া, ফের পিছিয়ে পড়া - সব মিলিয়ে নাটকিয় ম্যাচে চমক দেখালো ফিফা র্যাংকিং-এর ৩৬ নম্বর দেশ স্লোভাকিয়া।
গ্রুপ 'ই'-এর রাউন্ড ওয়ানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি হয়েছিলো পোল্যান্ড এবং স্লোভাকিয়া। পুরো ম্যাচে যার উপর দর্শকদের চোখ ছিলো, সেই বায়ার্ন মিউনিখের পোলিশ সেনসেশন রবার্ট লেভনডস্কি বিশেষ কিছু করে দেখাতে পারলেন না। ঘুরে তিন পয়েন্ট হাতছাড়া হলো তাদের।
ম্যাচের ১৮ মিনিটেই ধাক্কা আসে পোলিশ শিবিরে। ইউরোর ইতিহাসে দ্রুততম এবং প্রথম গোলরক্ষক হিসেবে আত্মঘাতী গোল করে বসেন ভিশ্চেক শেজনি। প্রথমার্ধের শুরুতেই এক গোলে এগিয়ে যায় স্লোভাকিয়া।
১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফিরে পায় পোল্যান্ড। মাসেইজ রাইবাসের বাড়ানো পাস থেকে লেভনডস্কিদের হয়ে উল্লেখযোগ্য গোলটি করেন ২৬ বর্ষীয় টোরিনোর মিডফিল্ডার কারোল লিনেট্টি।
সমতা ফিরে পাওয়ার পর লীড বাড়ানোর উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছিলো পোল্যান্ড। তবে পোলিশ শিবিরে আবারও এক অঘটন ঘটে। ম্যাচের ৬২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পোলিশ মিডফিল্ডার জেগোস ক্রিশোভিয়াকে। এরপর দশ জনের পোল্যান্ড কিছুটা হলেও দমে যায়। এই সুযোগেই ইন্টার মিলান ডিফেন্ডার মিলান এস্ক্রিনিয়ার ৬৯ মিনিটে স্লোভাকিয়াকে লীড এনে দেন। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে তিন পয়েন্ট ঘরে তোলে মারেক হামসিক বাহিনী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন