Euro Cup: স্লোভাকিয়াকে হারিয়ে গ্রুপ 'ই'-র শীর্ষে সুইডেন

সেন্ট পিটার্সবার্গে স্লোভাকিয়াকে হারিয়ে গ্রুপ 'ই'-এর শীর্ষে পৌঁছে গেলো সুইডেন। সেইসঙ্গে জমে গেলো গ্রুপ পর্বের লড়াইও। পেনাল্টি থেকে এমিল ফর্সবার্গের একমাত্র গোলে জয় এসেছে জেন অ্যান্ডারসনের শিবিরে।
সুইডেন বনাম স্লোভাকিয়া
সুইডেন বনাম স্লোভাকিয়া ছবি উয়েফা ইউরো ২০২০ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

সেন্ট পিটার্সবার্গে স্লোভাকিয়াকে হারিয়ে গ্রুপ 'ই'-এর শীর্ষে পৌঁছে গেলো সুইডেন। সেইসঙ্গে জমে গেলো গ্রুপ পর্বের লড়াইও। পেনাল্টি থেকে এমিল ফর্সবার্গের একমাত্র গোলে জয় এসেছে জেন অ্যান্ডারসনের শিবিরে।

প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিলো সুইডেনকে। অন্যদিকে স্লোভাকিয়া প্রথম ম্যাচে রবার্ট লেভনডস্কির পোল্যান্ডকে হারিয়ে তিন পয়েন্ট গুছিয়ে নিয়েছিলো। আজ দুই দলের লড়াই ছিলো চরম উত্তেজনার। তার কারণ স্লোভাকিয়া জিতলেই পৌঁছে যেত দ্বিতীয় রাউন্ডে।

অন্যদিকে প্রথম তিন পয়েন্ট ঘরে তোলার জন্য মরিয়া ছিলো সুইডেন। হাইভোল্টেজ ম্যাচে শেষ হাসি হাসলো জেন অ্যান্ডারসনেরাই। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তায় কিছুটা এগিয়ে থাকলো তারা।

এদিন প্রথম থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে টান টান ভাবে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই। স্লোভাকিয়া ম্যাচকে ধরেই রেখেছিলো। কিন্তু অঘটন ঘটে ৭৫ মিনিটে। সুইডেনের স্ট্রাইকার ইসাককে ডি বক্সের মধ্যে ফেলে দেন দুবরাভকা। রেফারি সংকেত দেন পেনাল্টির।

৭৭ মিনিটে স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি লাইপজিগের ২৯ বর্ষীয় ফরোয়ার্ড এমিল ফর্সবার্গ। এটি ফর্সবার্গের সুইডেনের জার্সিতে ১০ নম্বর গোল।

গুরুত্বপূর্ণ জয় নিয়ে গ্রুপ ই'র শীর্ষে সুইডেন। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্লোভাকিয়া। স্পেন ও পোল্যান্ড খেলেছে একটি করে ম্যাচ। এক পয়েন্ট নিয়ে স্পেন রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা পোল্যান্ড পয়েন্টের খাতা খুলতে পারেনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in