লুইস এনরিকের ইউরো স্কোয়াড দেখে চমকে যাবেন আপনিও। তার কারণ দলে নেই স্বয়ং অধিনায়ক সার্জিও রামোস। চোটের কারণে এবছর অনেকটা সময় দলে ছিলেন না স্পেনের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই ডিফেন্ডার। স্প্যানিশদের বহু যুদ্ধের লড়াকু সৈনিক তিনি। তবে এবার ইউরোতে দেখা যাবেনা তাকে।
২০০৮ সালের পর এই প্রথম রামোস ছাড়াই কোনো বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে স্পেন। তবে শুধু রিয়েল অধিনায়ক রামোসই নয়, লুইস এনরিকের স্কোয়াডে জায়গা হয়নি ইস্কো, অ্যাসেনসিও, নাচো, লুকাস ভাসকেস, কারভাহালদেরও। অর্থাৎ রিয়েল মাদ্রিদের কোনো ফুটবলারই নেই দলে।
ইউরো কাপের ই গ্রুপে আছে স্পেন। এই গ্রুপে স্পেন ছাড়াও আছে সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া।
স্পেনের ইউরো ২০২০ স্কোয়াড:
গোলরক্ষক: ডেভিড ডি হিয়া, উনাই সিমোন, রবার্ট স্যাঞ্চেজ।
ডিফেন্ডার: এমেরিক লাপোর্তো, জর্ডি আলবা, জোসে গায়া, পাও তোরেস, এরিক গার্সিয়া, দিয়েগো লরেন্টে, মার্কাস লরেন্টে, সিজার আজপিলিকুয়েতা।
মিডফিল্ডার: সের্জিও বুসকেটস, রদ্রি, পেদ্রি গনজালেজ, থিয়াগো আলকান্তারা, কোকে, ফাবিয়ান রুইজ।
ফরোয়ার্ড: দানি ওলমো, মিকেল ওয়ারজাবাল, আলভারো মোরাতা, জেরার্ড মোরেনো, ফেরান তোরেস, আদামা ট্রাওরে, পাবলো সারাবিয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন