দেশে প্রতি ৮৩৪ জন নাগরিক পিছু ১ জন চিকিৎসক এবং ৪৭৬ জন নাগরিক পিছু একজন করে নার্স। মঙ্গলবার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার।
রাজ্যসভায় উত্থাপিত এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি জানান, ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)-এর ২০২২ সালের জুন মাসের তথ্য অনুসারে দেশে মোট রেজিস্ট্রিকৃত অ্যালোপ্যাথি চিকিৎসকের সংখ্যা ১৩,০৮,০০৯। এছাড়াও দেশে আয়ুষ চিকিৎসক আছেন ৫.৬৫ লক্ষ।
এই উত্তরের পাশাপাশি স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার দেশে মেডিকেল কলেজ বাড়ানোর পাশাপাশি এমবিবিএস-এর আসন বাড়ানোর কথাও ভাবছে।
তিনি আরও জানান বিগত কয়েক বছরে দেশে মেডিকেল কলেজ বৃদ্ধির হার ৮২ শতাংশ। ২০১৪ সালে যেখানে ৩৮৭টি মেডিকেল কলেজ ছিল সেখানে বর্তমানে মেডিকেল কলেজের সংখ্যা ৭০৬। পাশাপাশি ২০১৪ সালে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে আসন সংখ্যা ছিল ৫১,৩৪৮। যা বর্তমানে বেড়ে হয়েছে ১,০৮,৯৪০। বৃদ্ধির হার ১১২ শতাংশ। স্নাতকোত্তর ক্ষেত্রে ৩১,১৮৫টি আসন থেকে বেড়ে বর্তমানে হয়েছে ৭০,৬৭৪। এক্ষেত্রে বৃদ্ধির হার ১২৭ শতাংশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন