একসাথে ১০ হাজার লোক অঙ্গদানের শপথ নিতে চলেছেন আগামী ১৬ সেপ্টেম্বর। বৃহস্পতিবার সরকারিভাবে বিবৃতি প্রকাশ করে এমনটাই জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মনসুখ মাণ্ডব্য নিজে দাঁড়িয়ে থেকে এই শপথগ্রহণে নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে।
পাশাপাশি, ওইদিন আগ্রায় সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একটি সুপার স্পেশ্যালিটি বিভাগ উদ্বোধনের সঙ্গে ২৩টি জনস্বাস্থ্যমূলক ল্যাবরেটরি ও ৮৭টি জনস্বাস্থ্য পরিষেবা শাখার ভিতও স্থাপন করবেন মন্ত্রী।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মনসুখ মাণ্ডব্য অতীতে একাধিকবার জানিয়েছেন, অঙ্গদানকে আরও জনপ্রিয় করতে মোদী সরকার একাধিক নীতি আনতে বদ্ধপরিকর। তিনি আরও জানান, অঙ্গদানের মতো একটি মহৎ কাজ অনেকের জীবন বাঁচাতে পারে, আবার অনেকের জীবন পুরোপুরি বদলেও দিতে পারে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, এই অঙ্গদানের অনুষ্ঠানের মাধ্যমেই ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিষেবা ‘সেবা পাখওয়াড়া’। আগামী ২ অক্টোবর পর্যন্ত এই পরিষেবা চলবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, কাকতালীয়ভাবে ১৭ সেপ্টেম্বরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যেই কেন্দ্রের এই নতুন প্রকল্প।
স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ কেন্দ্রের ‘আয়ুষ্মান ভাব’ প্রকল্পটির উদ্বোধন করেছেন। এই প্রকল্পের লক্ষ্য দেশের স্বাস্থ্য পরিষেবার সহজলভ্যতা আরও উন্নত করা। আর ‘সেবা পাখওয়াড়া’ স্বাস্থ্য পরিষেবার মাধ্যমেই সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন