নরওয়েতে ২৯ জন বয়স্কের মৃত্যু, করোনা টিকা নিয়ে দুই সংস্থার কাছে বিস্তারিত জানতে চাইলো অস্ট্রেলিয়া

করোনা টিকা নেবার পর গত কয়েকদিনে ২৯ জন বয়স্ক মানুষের মৃত্যুতে নড়েচড়ে বসেছে নরওয়ে প্রশাসন। একই সঙ্গে এই বিষয়ে উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া। যদিও ঠিক কখন এই মৃত্যু ঘটেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নরওয়েতে ২৯ জন বয়স্কের মৃত্যু, করোনা টিকা নিয়ে দুই সংস্থার কাছে বিস্তারিত জানতে চাইলো অস্ট্রেলিয়া
ছবি প্রতীকী
Published on

বড়সড় প্রশ্নের মুখে কোভিড টিকাকরণ। করোনা টিকা নেবার পর গত কয়েকদিনে ২৯ জন বয়স্ক মানুষের মৃত্যুতে নড়েচড়ে বসেছে সে দেশের প্রশাসন। একই সঙ্গে এই বিষয়ে উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া। যদিও ঠিক কখন এই মৃত্যু ঘটেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ১ কোটি ফাইজার ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছিলো। যদিও নরওয়ের এই ঘটনার পর অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে ভ্যাকসিনের নির্মাতাদের কাছে এর নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। রবিবার অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট সাংবাদিকদের জানিয়েছেন – দুই সংস্থার কাছ থেকেই এই বিষয়ে আমরা অতিরিক্ত কিছু তথ্য চেয়ে পাঠিয়েছি। এছাড়াও আমরা নরওয়ের কাছ থেকেও বিষয়টি সম্পূর্ণ রূপে জানতে চেয়েছি।

ইতিমধ্যেই নরওয়েতে প্রায় ৪২ হাজার মানুষকে ফাইজার এবং বায়োনটেক সংস্থার করোনা টিকা দেওয়া হয়েছে। নরওয়েন মেডিসিন এজেন্সির পক্ষ থেকে সংবাদমাধ্যম ব্লুমবার্গকে লিখিত ভাবে জানানো হয়েছে – গত শুক্রবার পর্যন্ত নরওয়েতে ফাইজার এবং বায়োনটেক এস ই নামক দুই সংস্থার টিকা পাওয়া যাচ্ছিলো এবং সমস্ত মৃত্যু এই দুই টিকার কারণেই হয়েছে। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর কারণ পরীক্ষা করা হয়েছে এবং বাকি ১৬ জনের মৃত্যুর কারণ পরীক্ষার কাজ চলছে।

নরওয়ের ওই সংস্থা আরও জানিয়েছে – টিকা নেবার পর বহু বয়স্ক মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যার মধ্যে আছে বমি বমি ভাব, বমি, জ্বর, টিকা নেবার স্থানে অ্যালার্জি প্রভৃতি। এরপরেই তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়।

নরওয়ে ছাড়াও আমেরিকা থেকেও বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। আমেরিকান প্রশাসনিক সূত্র অনুসারে ডিসেম্বরের ১৪ থেকে ২৩ তারিখের মধ্যে ১.৯ মিলিয়ন ফাইজার টিকা দেবার পর কমপক্ষে ২১টি পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। ইউরোপ জুড়ে ফাইজার বায়োনটেক টিকার সেফটি রিপোর্ট জানুয়ারির শেষ সপ্তাহে প্রকাশিত হবার কথা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in