শীত বাড়ছে। চীনে বাড়ছে করোনার প্রকোপ। নিয়ন্ত্রণ হারাচ্ছে পরিস্থিতি। এরই মাঝে আরও আশঙ্কার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। এপিডেমিওলজিস্টরা (Epidemiologists) জানাচ্ছেন, শীতকালে করোনার আরও ৩ টি ঢেউ চীনে আঘাত হানতে পারে।
করোনায় মৃতের সংখ্যা নিয়ে নীরব রয়েছে চীন সরকার। তবে, আগামী মাসে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে চীন কর্তৃপক্ষ। কারণ, দেশজুড়ে বিক্ষোভের জেরে কঠোর লকডাউন শিথিল করার পরেই আবার চীনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এরিক ফিগল-ডিং নামে এক এপিডেমিওলজিস্ট দাবি করেছেন, চীনে করোনা আক্রান্ত হয়ে ১০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
চীনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (Chinese Centre for Disease Control and Prevention) প্রধান মহামারী বিশেষজ্ঞ উ জুনিউ (Wu Zunyou) জানিয়েছেন, 'এই প্রকোপ চলমান শীতে সর্বোচ্চ পর্যায়ে থাকবে এবং প্রায় তিন মাস ধরে করোনার তিনটি ঢেউ আঘাত হানবে চীনে।'
উ-এর মতে, 'প্রথম ঢেউ এখন থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে। এরপরেই আসবে দ্বিতীয় ঢেউ। যেটি সম্ভবত ২১ জানুয়ারী থেকে শুরু হবে। আর, তৃতীয় ঢেউ ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে।'
সামনেই, লোনার নিউ ইয়ার উৎসবের মরশুম। এসময় গণহারে ভ্রমণ শুরু হয়েছে চীনে। যার জেরে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে করোনা সংক্রমণ। আশঙ্কায় সেকথাও জানিয়েছেন মহামারী বিশেষজ্ঞ উ জুনিউ।
বর্তমানে, চীনের হাসপাতালগুলির পরিস্থিতি খুবই খারাপ। টুইটারে বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে শ্বাস নিতে পারছেন না এমন রোগীদের সিপিআর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বাধ্য হয়ে তাদের সিপিআর দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে অটোমেটিক সিপিআর মেশিন।
এছাড়া, স্বাস্থ্যকর্মীরাও করোনা আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। ফার্মেসিগুলিতেও স্টক শেষ হয়ে যাচ্ছে। পুনরায় সেই স্টক পূরণের সম্ভাবনা খুবই কম।
ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে, দেশে করোনা পরিস্থিতি বেগতিক দেখে, লকডাউন, ব্যাপক কোভিড টেস্ট, কোয়ারেন্টাইনের মতো পদক্ষেপ নিতে শুরু করেছে চীন সরকার। কিন্তু দেশের বিপুল জনসংখ্যার কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন।
সরকারি তথ্য অনুযায়ী, চীনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮৬,২৭৬ জন। তবে সরকারের দাবি, ২০ ডিসেম্বর কোভিড বিধিনিষেধ আরোপের পর কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে, হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা অনুমান করছেন, চীনে আগামীতে করোনার নতুন ঢেউয়ে প্রতি ১ মিলিয়ন বা ১০ লক্ষ জনসংখ্যা ৬৮৪ জনের মৃত্যু হতে পারে। যেহেতু চীনের জনসংখ্যা ১.৪ বিলিয়ন, সেই হিসাবে ৯ লক্ষ ৬৪ হাজার ৪০০ জনের প্রাণহানির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন