চীনে কোভিডের প্রকোপ বাড়ার সাথে সাথে বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। রিপোর্ট বলছে, মাত্র দু'দিনের মধ্যেই ভারত এবং অন্য দেশের নাগরিক মিলিয়ে মোট ৩৯ জন কোভিড আক্রান্তের সন্ধান মিলেছে দেশে, যারা বিদেশ থেকে এসেছেন। এমনটাই জানিয়েছে ভারতীয় বিমান বন্দর কর্তৃপক্ষ। এই অবস্থায় বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে বুধবার নবান্নে জরুরি বৈঠক করেছেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, রাজ্যে করোনা সংক্রমণের হার বাড়লে সেই অবস্থায় কী কী করতে হবে সেই নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। পাশাপাশি, রাজ্যের প্রতিটি জেলায় করোনা মোকাবিলায় কড়া নজরদারি চালানো ছাড়াও একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
নবান্ন সূত্র মোতাবেক জানা গেছে,
১) সব ধরনের কিট যাতে প্রস্তুত থাকে হাসপাতালগুলিতে সে দিকে নজর দিতে হবে।
২) পর্যাপ্ত অক্সিজেন কনসেনট্রেটারেরও ব্যবস্থা রাখতে হবে হাসপাতালগুলিতে। যাতে করোনা সংক্রমিতদের শ্বাসকষ্টজনিত সমস্যা দ্রুত মোকাবিলা করা যায়।
৩) যাঁরা ইতিমধ্যেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন তাঁদের প্রতি বিশেষ ভাবে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
৪) করোনা আক্রান্তদের ওপর বিশেষ ভাবে নজরদারি চালাতে হবে। করোনা পরীক্ষার সংখ্যা আরও বাড়াতে হবে।
৫) বিমানবন্দর, সড়কপথ এবং আন্তর্জাতিক সীমান্তে সংক্রমণ রুখতে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যভবন সূত্রে আরও জানা গেছে, সারা রাজ্যে এখনও পর্যন্ত মোট ২৬ শতাংশ মানুষ বুস্টার ডোজ় নিয়েছেন। প্রথম ধাপে রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে করোনার জন্য ৩,৭১৮টি শয্যার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই ১০ লক্ষ কোভিশিল্ড, ৫ লক্ষ ন্যাজাল স্প্রে এবং ১ লক্ষ কোভ্যাক্সিন টিকার ডো়জ় চেয়ে কেন্দ্রকে আবেদন জানিয়েছে রাজ্য। এর পাশাপাশি, ৩ লক্ষ কোভিড পরীক্ষার কিট কিনতে চলেছে রাজ্য সরকার।
অন্যদিকে, করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়। ইতিমধ্যেই দেশের বিমানবন্দরে নামা আন্তর্জাতিক উড়ানের অন্তত ৬০০০ জন যাত্রীর র্যাপিড পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত ভারতে কোভিডের ২০০টি ভ্যারিয়েন্টের উপস্থিতির প্রমাণ মিলেছে। যাদের মধ্যে রয়েছে বিএফ.৭।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন