হু-প্রধানের 'আরও মারাত্মক মহামারী' সতর্কবার্তার পরই বিজ্ঞানীদের চিন্তা বাড়াচ্ছে 'ডিজিজ এক্স' রোগ

হু প্রধানের এই সতর্কতার পরেই নড়েচড়ে বসেছে কর্মকর্তারা। আগামী দিনে কোন কোন রোগ অতিমারির কারণ হতে পারে, তার একটি তালিকা প্রস্তুত করেছে হু। এর মধ্যে রয়েছে ইবোলা, সার্স, জিকার মতো রোগের নাম।
হু-প্রধানের 'আরও মারাত্মক মহামারী' সতর্কবার্তার পরই বিজ্ঞানীদের চিন্তা বাড়াচ্ছে 'ডিজিজ এক্স' রোগ
প্রতীকী ছবি
Published on

মহামারী করোনার জেরে বিশ্বে প্রাণ হারিয়েছেন ৬৮ লক্ষের অধিক মানুষ। করোনা ভ্যাকসিনের আবিষ্কার তৈরি করতে গিয়ে বেজায় চাপে পড়তে হয়েছে বিভিন্ন দেশকে। তিন বছর পর যখন বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে, সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus) জানান, ‘নতুন মহামারীর জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। যে কোনও সময় এসে পড়তে পারে এই মহামারী। এবং এটি কোভিড-১৯-এর চেয়ে আরও মারাত্মক হবে।’

হু প্রধানের এই সতর্কতার পরেই নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। আগামী দিনে কোন কোন রোগ অতিমারির কারণ হতে পারে, তার একটি তালিকা প্রস্তুত করেছে হু। এর মধ্যে রয়েছে ইবোলা, সার্স, জিকার মতো রোগের নাম। তবে এই তালিকায় 'ডিজিজ এক্স'-এর নামও রয়েছে। মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে, এমন অজানা রোগকেই বিজ্ঞানীরা ‘ডিজ়িজ় এক্স’-এর আখ্যা দিয়েছেন। এটিই বিশেষজ্ঞ মহলে উদ্বেগ বাড়িয়েছে।

WHO-র ওয়েবসাইট বলা হয়েছে, এই রোগের প্রকৃতিও জুনোটিক হবে। অর্থাৎ বন্যপ্রাণীর দেহে এর অস্তিত্ব প্রথম টের পাওয়া যাবে এবং তা ছড়িয়ে পড়বে মানুষের শরীরে।

এর আগে, ২০১৮ সালে মহামারী নিয়ে উদ্বেগের কথা শুনিয়েছিল WHO। এক বছর পরে, সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে কোভিড-১৯।

এ প্রসঙ্গে, বাল্টিমোরের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথের আন্তর্জাতিক স্বাস্থ্য বিভাগের গবেষক প্রণব চ্যাটার্জি 'দ্য ন্যাশনাল পোস্ট'কে বলেন, 'এটা বলা বাড়াবাড়ি হবে না যে, 'ডিজিজ এক্স' আগামীর দ্বারপ্রান্তে রয়েছে।'

তিনি বলেন, 'সাম্প্রতি কম্বোডিয়ায় H5N1 বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার একটি ঘটনা ঘটেছে।'

আর, এই ঘটনাকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। অনেক বিশেষজ্ঞ দাবি করেছেন যে, 'ডিজিজ এক্স'-ও ইবোলা ও কোভিড -১৯-এর মতো ভাইরাসজনিত হবে।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে এখনও অবধি হু-র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্লু-প্রিন্টে ৯ রকম সংক্রামক রোগের উল্লেখ রয়েছে। তাতে রয়েছে কোভিড-১৯, কঙ্গো হেমোরজিক ফিভার, ইবোলা ভাইরাস, মারবার্গ ভাইরাস, লাসা জ্বর, মিডল-ইস্ট রেসপিরেটারি সিন্ড্রোম তথা মার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম তথা সার্স, নিপাহ ও হেনিপাভাইরাল ডিজিজ, রিফ্ট ভ্যালি জ্বর, জিকা ভাইরাস।

এই ভাইরাসজনিত রোগগুলির সঙ্গে ডিজিজ এক্সের সম্ভাবনার কথাও বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

হু-প্রধানের 'আরও মারাত্মক মহামারী' সতর্কবার্তার পরই বিজ্ঞানীদের চিন্তা বাড়াচ্ছে 'ডিজিজ এক্স' রোগ
WHO: কোভিডের চেয়েও মারাত্মক মহামারীর জন্য প্রস্তুত থাকুন, সতর্কতা হু'র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in