পাটনা-সহ গোটা বিহারে থাবা বসিয়েছে ডেঙ্গু। শুধুমাত্র শেষ ২০ দিনেই রাজ্যে ২৮২৪ জন ডেঙ্গুর শিকার হয়েছেন। রাজ্যের এমন সংকটজনক পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার পাটনা মিউনিসিপাল কর্পোরেশনের (PMC) প্রায় ৮ হাজার চুক্তিভিত্তিক কর্মচারী অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন। পাটনা পুরসভার কাছে তারা একগুচ্ছ দাবি জানিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের সেই দাবি মানা হয়নি। ফলে এদিন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথ বেছে নিয়েছেন কর্মচারীরা।
সংবাদসংস্থা সূত্রে খবর, PMC-এর প্রায় ৮ হাজার চুক্তিভিত্তিক কর্মচারী কাজ অনুযায়ী বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে ধর্নায় বসেছেন। কিন্তু পাটনা পুরসভার কমিশনার তাঁদের বেতন দিনপ্রতি মাত্র ৩০ টাকা করে বাড়িয়েছেন। তবে এই অতি সামান্য বেতন বৃদ্ধি মেনে নিতে নারাজ কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল থেকেই স্তব্ধ হয়ে গিয়েছে পাটনার বিভিন্ন পরিষেবা। রাজ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় এভাবে স্বাস্থ্যব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়াকে অবশ্য একেবারেই ভালো চোখে দেখছেন না চিকিৎসকরা।
PMC-এর কর্মচারীদের আহ্বায়ক কমিটির সভাপতি চন্দ্রপ্রকাশ সিংহ এই বিষয়ে জানিয়েছেন, “আজ (বৃহস্পতিবার) থেকেই আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসছি। PMC-এর কাছে আমরা বিভিন্ন দাবি জানিয়েছি, কিন্তু PMC সেগুলোর একটাও পূরণ করেনি। তাই ধর্নায় বসা ছাড়া আমাদের কাছে আর কোনও রাস্তা ছিল না। আর আমরা ধর্নায় বসার ফলে গোটা পাটনা পুরসভা এলাকার স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি থেমে গিয়েছে।” চন্দ্রপ্রকাশের দাবি, “এখানে স্থায়ী কর্মচারীদের সঙ্গে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতনের মধ্যে আকাশপাতাল ফারাক রয়েছে। পুরসভা কমিশনার চুক্তিভিত্তিক কর্মচারীদের দিনপ্রতি বেতন মাত্র ৩০ টাকা বাড়িয়েছেন। এটা আমাদের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়।”
প্রসঙ্গত, গত একমাসের মধ্যে ব্যাপকভাবে ডেঙ্গু ছড়িয়েছে পাটনা-সহ গোটা বিহারে। শুধুমাত্র চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনেই রাজ্য জুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮২৪ জন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজারের একটু বেশি। সূত্রে খবর, শুধুমাত্র বুধবারই পাটনায় ১০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং রাজ্যে ডেঙ্গুর শিকার ৩৩৩ জন।
-With IANS Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন