ভারতে প্রতি ১০ নাবালিকার মধ্যে ৬ জনই রক্তাল্পতার শিকার, বলছে রিপোর্ট

People's Reporter: কিশোরী বয়সে বিয়ে ও অপরিণত বয়সে মা হওয়া নাবালিকাদের মধ্যে অ্যানিমিয়ার প্রবণতা ব্যাপক পরিমাণে বাড়িয়ে তুলেছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

ভারতে প্রতি ১০ জনের মধ্যে ৬ জন নাবালিকাই অ্যানিমিয়া বা রক্তাল্পতার শিকার। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের একটি গবেষণায়। রিপোর্ট বলছে, দেশের ১৫ থেকে ১৯ বছরের কিশোরীদের মধ্যে বিভিন্ন কারণে রক্তাল্পতায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে। পাশাপাশি, ২০১৫-১৬ সালের তুলনায় ২০১৯-২০ সালে ৬০ শতাংশের বেশি রক্তাল্পতার প্রবণতা রয়েছে এমন রাজ্যের সংখ্যা দ্বিগুণ বেড়েছে।

সম্প্রতি উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও দেশের আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের তরফে National Family Health Surveys (NFHS)-এর তথ্য বিশ্লেষণ করে একটি সমীক্ষা করা হয়েছে। PLOS Global Public Health নামক একটি জার্নালে প্রকাশিত সমীক্ষার সেই রিপোর্ট বলছে, কিশোরী বয়সে বিয়ে ও অপরিণত বয়সে মা হওয়া নাবালিকাদের মধ্যে অ্যানিমিয়ার প্রবণতা ব্যাপক পরিমাণে বাড়ছে। পাশাপাশি, অপুষ্টি এবং অশিক্ষা ও ধনসম্পদের অভাবের মতো অনুঘটকগুলিও কিশোরী মেয়েদের মধ্যে অ্যানিমিয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলার পিছনে কাজ করছে বলে জানিয়েছে ওই সমীক্ষার রিপোর্ট।

সমীক্ষায় আরও দেখা গিয়েছে, ২০১৫-১৬ সালে ৬০ শতাংশের উপরে অ্যানিমিয়ার প্রবণতা, দেশে এমন রাজ্যের সংখ্যা ছিল মাত্র ৫টি। সেখানে ২০১৯-২০ সালে সেই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছে ১১-তে। প্রসঙ্গত, গবেষণাটির জন্য NFHS-৪ (২০১৫-১৬) এবং NFHS (২০১৯-২০)-এর প্রদত্ত তথ্যকে কাজে লাগিয়ে যথাক্রমে ১,১৬,১১৭ ও ১,০৯,৪০০ জন নাবালিকা মেয়েকে নিয়ে সমীক্ষাটি করা হয়েছে। সমীক্ষায় জানা গিয়েছে, ১৮ বছরের কম বয়সে বিবাহিত মহিলাদের মধ্যে রক্তাল্পতায় আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। পাশাপাশি, NFHS-এ প্রদত্ত যেসব নাবালিকা-মহিলাদের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে তাঁদের মধ্যে ৭০ শতাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা।

প্রসঙ্গত, অ্যানিমিয়া হল রক্ত সংক্রান্ত একটি অত্যন্ত ভয়াবহ রোগ। রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা (Red Blood Corpuscles) কমে যাওয়ার ফলেই রক্তাল্পতা দেখা দেয়। প্রধানত, এই লোহিত রক্ত কণিকা বা RBC-এর জন্যই নতুন রক্ত তৈরি হয়। ভারতে সাধারণত মেয়েদের মধ্যেই এই রক্তাল্পতা রোগটি দেখা যায়। এই রোগ মানুষের শরীরকে ভিতর থেকে দুর্বল করে দেয় এবং তাঁর প্রাণশক্তি কার্যত ধ্বংসের পথে নিয়ে যায়।

প্রতীকী ছবি
অকারণেই মুঠো-মুঠো মাল্টি-ভিটামিন খেতে পছন্দ করেন? বাড়তে পারে ক্যানসারের প্রবণতা, বলছেন গবেষকরা
প্রতীকী ছবি
Himachal: মাংস খাওয়ার জন্য ভূমিধস ও বন্যা! IIT ডিরেক্টরের মন্তব্যে বিতর্ক, পদত্যাগের দাবি সিপিআইএমের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in