Covishield: পার্শ্বপ্রতিক্রিয়া-আতঙ্কের মাঝেই বিশ্বজুড়ে কোভিশিল্ডের বিক্রি বন্ধ করল অ্যাস্ট্রাজেনেকা!

People's Reporter: অ্যাস্ট্রাজেনেকার তৈরি প্রায় সমস্ত করোনার টিকা বাজার থেকে তোলার কাজ শুরু হয়েছে। এই তালিকায় কোভিশিল্ডও আছে।
Covishield: পার্শ্বপ্রতিক্রিয়া-আতঙ্কের মাঝেই বিশ্বজুড়ে কোভিশিল্ডের বিক্রি বন্ধ করল অ্যাস্ট্রাজেনেকা!
প্রতীকী ছবি
Published on

কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়ার আতঙ্কের মধ্যেই বাজার থেকে কোভিশিল্ড টিকা তুলে নেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে। ব্রিটিশ আদালতে কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে অ্যাস্ট্রাজেনেকার স্বীকারোক্তির পরই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত সহ তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশজুড়ে কোভিশিল্ড নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই কারণে অ্যাস্ট্রাজেনেকার তৈরি প্রায় সমস্ত করোনার টিকা বাজার থেকে তোলার কাজ শুরু হয়েছে। এই তালিকায় কোভিশিল্ডও আছে। তবে সংস্থার দাবি, পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে কোনো টিকা তুলে নেওয়া হচ্ছে না। বিশ্ব বাজারে এই টিকার চাহিদা কমার কারণেই বাজার থেকে টিকা তোলা হচ্ছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, গত ৫ মে নাকি টিকাগুলি বাজার থেকে তুলে নেওয়ার আবেদন জানায় অ্যাস্ট্রাজেনেকা। সেই আবেদনে সম্মতি মিলতেই গত ৭ মে থেকে বাজার থেকে টিকা তোলার প্রক্রিয়া শুরু হয়।

সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টেও কোভিশিল্ড নিয়ে একটি মামলা দায়ের হয়। আইনজীবী বিশাল তিওয়ারির দাবি, কোভিশিল্ড টিকা নেওয়ার পরই ভারতে কম বয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েছে। তিনি এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া পরীক্ষা করার জন্য দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের চিকিৎসক বিশেষজ্ঞদের নিয়ে প্যানেল গঠনের আবেদন জানান। তিনি বলেন, ভারতে কোভিশিল্ডের ১৭৫ কোটিরও বেশি ডোজ দেওয়া হয়েছে। আইনজীবীর আরও দাবি, তদন্তে ওই টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ভারতীয়দের কোনও ক্ষতি হয়েছে এমন তথ্য জানা গেলে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্র সরকারকে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকা উৎপাদন করেছিল ভারতের সেরাম ইনস্টিটিউট। সম্প্রতি এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। ব্রিটেনে এই নিয়ে প্রায় ৫১টি মামলা দায়ের হয়। পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে অন্যতম হল টিটিএস বা ‘থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম’। টিটিএস-র ফলে কমে যেতে পারে রক্তে প্লেটলেটসের মাত্রা। শরীরের যে কোনও জায়গায় বিশেষ করে মস্তিষ্কে জমাট বাঁধতে পারে রক্ত। যার ফলে মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভবনা রয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর উত্তাল গোটা বিশ্ব। কারণ ভারত সহ তৃতীয় বিশ্বের সমস্ত দেশে কোভিড প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়েছে কোভিশিল্ড টিকা।

Covishield: পার্শ্বপ্রতিক্রিয়া-আতঙ্কের মাঝেই বিশ্বজুড়ে কোভিশিল্ডের বিক্রি বন্ধ করল অ্যাস্ট্রাজেনেকা!
Covishield: কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত মামলা শুনবে সুপ্রিম কোর্ট
Covishield: পার্শ্বপ্রতিক্রিয়া-আতঙ্কের মাঝেই বিশ্বজুড়ে কোভিশিল্ডের বিক্রি বন্ধ করল অ্যাস্ট্রাজেনেকা!
কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া-আতঙ্কের মাঝেই করোনা টিকার শংসাপত্র থেকে সরানো হল মোদীর ছবি
Covishield: পার্শ্বপ্রতিক্রিয়া-আতঙ্কের মাঝেই বিশ্বজুড়ে কোভিশিল্ডের বিক্রি বন্ধ করল অ্যাস্ট্রাজেনেকা!
Haryana: জেজেপি-র পর এবার চার নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার - সংকটে হরিয়ানার বিজেপি সরকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in