যে কোনো পরিণামের জন্য তৈরি থাকতে হবে: দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ায় AIIMS প্রধানের সতর্কবাণী

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেড়শো ছাড়িয়ে গেল। রবিবার রাতে গুজরাতের দুই ব‍্যক্তির শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে দেশকে যে কোনো পরিণামের জন্য তৈরি থাকতে বলছেন এইমসের ডিরেক্টর।
দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেড়শো ছাড়িয়ে গেছে
দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেড়শো ছাড়িয়ে গেছেপ্রতীকী ছবি সংগৃহীত
Published on

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেড়শো ছাড়িয়ে গেল। রবিবার রাতে গুজরাতের দুই ব‍্যক্তির শরীরে ওমিক্রন ভ‍্যারিয়েন্টের হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে দেশকে যে কোনো পরিণামের জন্য তৈরি থাকতে বলছেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক‍্যাল সায়েন্সেস (এইমস)-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, "আমাদের প্রস্তুত থাকা উচিত এবং আশা করা উচিত যে ব্রিটেনের মতো খারাপ পরিস্থিতি যেন না হয়। ওমিক্রনের বিষয়ে আরও তথ‍্য জানা উচিত আমাদের। বিশ্বের যে কোনো প্রান্তে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেই, বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে আমাদের এবং যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।"

রবিবার সন্ধ্যে পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল ১৫১। রবিবার রাতে গুজরাতে ৪৫ বছরের এক ‌ব‍্যক্তি এবং এক কিশোরের দেহে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। দু'জনেই সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছেন। এই নিয়ে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৩। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫৪ এবং দিল্লিতে ২২। এছাড়াও রাজস্থানে ১৭, কর্ণাটকে ১৪, তেলেঙ্গানায় ২০ এবং কেরলে ১১ জনের শরীরে করোনার এই নতুন ভ‍্যারিয়েন্টের হদিশ মিলেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং চন্ডীগড়ে ১ জন করে ব‍্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেড়শো ছাড়িয়ে গেছে
Omicron: ওমিক্রন আতঙ্কে এবছরেও মুম্বাইতে ক্রিসমাস পার্টি অথবা নববর্ষের জমায়েতে নিষেধাজ্ঞা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in