NEET 2024: 'প্রতারণা করে চিকিৎসক হওয়া সমাজের জন্য ক্ষতিকর' - নিট মামলায় 'সুপ্রিম' ভর্ৎসনার মুখে NTA

People's Reporter: সুপ্রিম কোর্ট জানায়, পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থা হিসেবে উচিত সমস্ত বিষয় স্বচ্ছ রাখা। যদি কোনো ভুল হয় তাহলে স্বীকার করে নেওয়া উচিত।
NEET 2024: 'প্রতারণা করে চিকিৎসক হওয়া সমাজের জন্য ক্ষতিকর' - নিট মামলায় 'সুপ্রিম' ভর্ৎসনার মুখে NTA
ফাইল চিত্র
Published on

'০.০০১ শতাংশও দুর্নীতি হলে সেটা স্বীকার করা উচিত' - নিট মামলায় এনটিএ-র উদ্দেশ্যে এমনই মন্তব্য করলো সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের আরও মন্তব্য, পরীক্ষায় সমস্তকিছু স্বচ্ছ হওয়া উচিত।

দেশে নিট দুর্নীতি মামলা নিয়ে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ-র উদ্দেশ্যে জানায়, পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থা হিসেবে উচিত সমস্ত বিষয় স্বচ্ছ রাখা। যদি কোনো ভুল হয় তাহলে স্বীকার করে নেওয়া উচিত যে ভুল হয়েছে। এই ভুলের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। অন্তত আপনাদের আচরণ দেখে একটা আস্থা তৈরি হতে পারে।

সুপ্রিম কোর্ট আরও জানায়, যদি ০.০০১ শতাংশ ভুল ধরা পরে তাহলেও কোনও অবহেলা করা উচিত নয়। তদন্ত করা উচিত। কারণ দেশের গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষায় একজন যদি প্রতারণা করে চিকিৎসক হয়ে ওঠেন তাহলে সমাজের জন্য আরও ক্ষতিকারক। পরীক্ষার্থীরা নিট পরীক্ষার জন্য প্রচুর কষ্ট করে। তাদের ভবিষ্যত নিয়ে সকলের ভাবা উচিত।

মামলার পরবর্তী শুনানি আগামী ৮ জুলাই।

উল্লেখ্য, গত সপ্তাহে শীর্ষ আদালতে কেন্দ্র হলফনামা দিয়ে জানিয়েছিল, নিট নিয়ে তিন দিন ধরে একটি বৈঠক হয়। বৈঠকে ঠিক হয় আগামী ২৩ জুন গ্রেস নম্বর পাওয়া ১৫৬৩ জন পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দিতে হবে। ফলপ্রকাশ হবে ৩০ জুন। এমবিবিএস, বিডিএস এবং অন্যান্য কোর্সে ভর্তি হওয়ার কাউন্সেলিং শুরু হবে আগামী ৬ জুলাই থেকে।

আদালতও কোনও কাউন্সেলিং-এ বাধাদান করেনি। সমস্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালনার নির্দেশ দিয়েছিল।

NEET 2024: 'প্রতারণা করে চিকিৎসক হওয়া সমাজের জন্য ক্ষতিকর' - নিট মামলায় 'সুপ্রিম' ভর্ৎসনার মুখে NTA
নিট বাতিলের দাবির পিছনে বিরোধীদের স্বার্থ আছে! দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
NEET 2024: 'প্রতারণা করে চিকিৎসক হওয়া সমাজের জন্য ক্ষতিকর' - নিট মামলায় 'সুপ্রিম' ভর্ৎসনার মুখে NTA
NEET 2024: পুনরায় নিট দিতে হবে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে! গ্রেস নম্বর বাতিল করে আদালতে জানালো কেন্দ্র
NEET 2024: 'প্রতারণা করে চিকিৎসক হওয়া সমাজের জন্য ক্ষতিকর' - নিট মামলায় 'সুপ্রিম' ভর্ৎসনার মুখে NTA
৪ বছরে লাইনচ্যুত ১,১২৭ - রেলের সুরক্ষায় একাধিক ত্রুটি উল্লেখ করে আগেই রিপোর্ট দিয়েছিল CAG

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in