Snakebite: প্রতি বছর সাপের কামড়ে ভারতে মারা যান ৫০ হাজার মানুষ, লোকসভায় জানালেন বিজেপি সাংসদ

People's Reporter: বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি লোকসভায় বলেন, দেশ জুড়ে প্রতি বছর ৩০-৪০ লক্ষ মানুষকে সাপে কামড়ায়। তার মধ্যে ৫০ হাজার মানুষ সঠিক চিকিৎসার অভাবে মারা যান।
সাপের কামড়ে মৃত্যু
সাপের কামড়ে মৃত্যুছবি - সংগৃহীত
Published on

প্রতি বছর সাপের কামড়ে ভারতে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়, সংখ্যাটা গোটা বিশ্বে সর্বোচ্চ। সোমবার লোকসভায় এই চাঞ্চল্যকর তথ্যটি তুলে ধরেন বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি। তিনি আরও জানান, দেশে প্রতি বছর প্রায় ৩০-৪০ লক্ষ মানুষকে সাপে কামড়ায়।

বিহারের সারনের বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি সোমবার লোকসভায় বলেন, "দেশ জুড়ে প্রতি বছর ৩০-৪০ লক্ষ মানুষকে সাপে কামড়ায়। তার মধ্যে ৫০ হাজার মানুষ সঠিক চিকিৎসার অভাবে মারা যান। আর এই পরিসংখ্যানটি বিশ্বে সর্বোচ্চ।"

এরপরেই নিজের রাজ্যের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, "বিহার হল সবচেয়ে দরিদ্র রাজ্য। দারিদ্র এবং প্রাকৃতিক দুর্যোগ সবকিছুই সহ্য করে। ইদানীং উষ্ণায়নের প্রভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। ফলে পাল্লা দিয়ে বাড়ছে সাপের উপদ্রব। সমীক্ষা বলছে, পরিবেশের উষ্ণতা ২৮ ডিগ্রি সেলসিয়াস পেরোলে সাপের কামড়ের মতো ঘটনা বাড়ে।’’

অন্যদিকে, সোমবার সাংসদে এটা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভেলোরের সাংসদ এম কাথির আনন্দ বিড়ি শ্রমিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যার মধ্যে বেশিরভাগই মহিলা শ্রমিক। অপর্যাপ্ত কেন্দ্রীয় তহবিল উল্লেখ করে তিনি তাঁদের মজুরি বৃদ্ধির দাবি জানান।

এ ছাড়াও ধূলিকণার কারণে নানা শ্বাসজনিত সমস্যা, পেশায় অন্যান্য ঝুঁকির কথা উল্লেখ করে ৬০ বছরের বেশি বয়সি শ্রমিকদের জন্য পেনশন চালু করার অনুরোধ করেছেন তিনি।

বাতিন্দার সাংসদ হারসিমরত কৌর জানান, পাঞ্জাবের ২৮ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মীকে প্রতি মাসে মাত্র ২২০০ টাকা দেওয়া হয়। এটিকে অনেক কম দাবি করে, মা ও শিশুদের প্রতি ন্যায় বিচারের দাবি করেছেন।

তামিলনাড়ুর সাংসদ এস জ্যোতিমনি আবার ক্ষোভ উগরে দিয়েছেন ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (নি়ট) দুর্নীতি নিয়ে। জ্যোতিমনি বলেছেন, ‘‘এখন যাদের সামর্থ্য রয়েছে, কেবল তারাই নিট পাশ করতে পারবে। কারণ প্রশ্নপত্রটি কিনতেই খরচ হয় ২৫ লক্ষ টাকা!’’

লাগাতার দুর্নীতির কারণে গত কয়েক বছরে কমেছে গ্রাম থেকে ডাক্তারি পড়তে আসা ছাত্রছাত্রীর সংখ্যা। তিনি আরও জানিয়েছেন, তামিলনাড়ুতে নিট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে আত্মহত্যা করেছেন অন্তত ১৮ জন শিক্ষার্থী।

কন্যাকুমারীর সাংসদ বিজয় বসন্ত, মানুষকে আরও ভালভাবে সহায়তা করার জন্য সুপারিশের কোটা প্রতি বছর ১৫০-এ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সমস্ত চিকিৎসা খরচ পূরণ করা হয়েছে তা নিশ্চিত করতে তিনি আয়ুষ্মান ভারতকে পুনঃমূল্যায়ন করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

সাপের কামড়ে মৃত্যু
Tarain Accident: তৃতীয় মোদী সরকারের দেড় মাসে একাধিক ট্রেন দুর্ঘটনা - মৃত অন্তত ২০, আহত শতাধিক
সাপের কামড়ে মৃত্যু
উদ্বোধনের দেড় বছরের মধ্যেই নয়া সংসদ ভবন থেকে চুঁইয়ে পড়ছে জল! BJP-কে তীব্র কটাক্ষ বিরোধীদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in