গত ১ লা এপ্রিল থেকে দেশ জুড়ে ওষুধের দামে উল্লেখযোগ্য বৃদ্ধির যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর এবং বিদ্বেষপূর্ণ’ বলে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
গত ১ এপ্রিল বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয় যে এপ্রিল থেকে ওষুধের দাম ১২ শতাংশ বাড়বে, যা ৫০০ টিরও বেশি ওষুধকে প্রভাবিত করবে।
এই বিষয়ে মন্ত্রক জানিয়েছে, পাইকারি মূল্য সূচকের (ডব্লিউপিআই) উপর ভিত্তি করে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) দ্বারা নির্ধারিত ওষুধের সিলিং মূল্য প্রতি বছর মূল্যায়ন করা হয়।
মন্ত্রকের বক্তব্য অনুসারে, “০.০০৫৫১ শতাংশের পাইকারি বৃদ্ধির উপর ভিত্তি করে, ৭৮২ টি ওষুধের জন্য বর্তমান সর্বোচ্চ সিলিং মূল্যে কোন পরিবর্তন হবে না এবং ৫৪ টি ওষুধের জন্য ০.০১ টাকা (এক পয়সা) একটি বিয়োগান্তক বৃদ্ধি হবে।” এই ৫৪টি ওষুধের সর্বোচ্চ মূল্য ৯০ টাকা থেকে ২৬১ টাকা পর্যন্ত।
ডব্লিউপিআই বৃদ্ধি হল ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার (DPCO) ২০১৩-এর বিধান অনুসারে অনুমোদিত সর্বাধিক বৃদ্ধি, এবং "উৎপাদকরা তাদের ওষুধের এই সামান্য বৃদ্ধির সুবিধা নিতে পারে বা নাও পারে" বলে জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রক আরও জানিয়েছে, "এইভাবে, ২০২৪-২৫ অর্থবছরে, WPI ভিত্তিক ওষুধের সর্বোচ্চ মূল্যের প্রায় কোনও পরিবর্তন হবে না।"
মন্ত্রক উল্লেখ করেছে যে তাদের ওষুধের সর্বোচ্চ মূল্যের উপর নির্ভর করে, কোম্পানিগুলি তাদের সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) সামঞ্জস্য করে, কারণ ওষুধের সর্বাধিক দাম (জিএসটি ছাড়া) সিলিং মূল্যের চেয়ে কম দাম হতে পারে।
মন্ত্রক জানিয়েছে সংশোধিত দামগুলি "১ এপ্রিল থেকে প্রযোজ্য হবে", এবং সংশোধিত দামের বিশদ বিবরণ NPPA-এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
(Except for the headline, this story has not been edited by People's Reporter staff and is published from a syndicated feed)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন