কানপুরের এক সরকারি হাসপাতালে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের বিষাক্ত রক্ত দেওয়ার অভিযোগ উঠল। এর কারণে ১৪ জন শিশু এইচআইভি, এইডস এবং হেপাটাইটিসের মতো গুরুতর রোগের শিকার হয়েছে। এই ঘটনা নিয়ে কেন্দ্র ও উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে তুলোধোনা করেছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়্গে। টুইটারে (বর্তমানে X) তিনি এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করেছেন।
সম্প্রতি কানপুরের একটি হাসপাতালে ৬ থেকে ১৬ বছর বয়সী মোট ১৮০ জন থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুকে নিয়মমাফিক রক্ত দেওয়া হয়। কিন্তু দূষিত রক্তের জেরে ১৮০ জনের মধ্যে মোট ১৪ জন শিশু এইডস, হেপাটাইটিস বি, সি-এর মতো গুরুতর রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। ওই হাসপাতালের তরফে এই সংক্রান্ত বয়ান প্রকাশ করা হলেই কংগ্রেস প্রধান তথা রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়্গে গোটা ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, “এই ডবল ইঞ্জিন সরকার আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দ্বিগুণ ক্ষতি করছে।”
খাড়্গে লিখেছেন, “কানপুরের একটি সরকারি হাসপাতালে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৪ জন শিশুকে দূষিত রক্ত দেওয়া হয়েছে। যার জন্য এখন শিশুরা এইচআইভি, এইডস, হেপাটাইটিস বি, সি-এর মতো গুরুতর রোগে আক্রান্ত হয়েছে। এই গাফিলতি সত্যিই লজ্জাজনক।” তিনি আরও জানিয়েছেন, “বিজেপি সরকারের এই ক্ষমার অযোগ্য অপরাধের শাস্তি এখন পেতে হচ্ছে নিরীহ শিশুদের। গতকালই মোদী জি আমাদের ১০টি সংকল্প নেওয়া নিয়ে অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু গত ৯ বছরে তিনি নিজের সরকার নিয়ে একফোঁটাও জবাবদিহি করেননি।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন