Covid-19: ফের বাড়ছে করোনা সংক্রমণ! ছয় রাজ্যকে চিঠি দিয়ে সতর্কতা জারি কেন্দ্রের

মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, গুজরাট, কেরালা এবং কর্ণাটক এই ৬ রাজ্যকে সতর্ক করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ নিয়ে অবহেলা করা চলবে না।
Covid-19: ফের বাড়ছে করোনা সংক্রমণ! ছয় রাজ্যকে চিঠি দিয়ে সতর্কতা জারি কেন্দ্রের
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

দেশের ছয় রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা প্রায় ৫ হাজার। যার জেরে ওই ছয় রাজ্যকে সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্র। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যত দ্রুত সম্ভব করোনা মোকাবিলার জন্য পদক্ষেপ গ্রহণ করতে।

দেশে ধীরে ধীরে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে একদিন ৭০০ জনেরও বেশি কোভিড আক্রান্তের খবর মিলেছে। চার মাস পর আবার দৈনিক সংক্রমণের পরিমাণ ৭০০ ছাড়িয়েছে। বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪,৬২৩ জন।

ফের যাতে লকডাউনের পথে হাঁটতে না হয় তার জন্য আগে থেকেই সতর্ক কেন্দ্র। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, গুজরাট, কেরালা এবং কর্ণাটক এই ছয় রাজ্যকে সতর্ক করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ নিয়ে অবহেলা করা চলবে না। আক্রান্তের খবর পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণ করতে হবে। করোনা পরীক্ষা বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে মাস্কের ব্যবহারের কথা ঘোষণা করতে হবে। নিজেদের মতো তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে।

চিঠিতে আরও বলা হয়েছে, রাজ্যগুলিতে করোনার সময় যেভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করা হয়েছিল একই পন্থা অবলম্বন করতে হবে। ভাইরাসের বিরুদ্ধে মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়াতে হবে রাজ্যগুলিকে।

ভারতে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৮০ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত ৪ কোটি ৪১ লক্ষ ৫৭ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছে। ফলে আতঙ্কের কিছু নেই। মাস্ক ব্যবহার, ভিড়ে না যাওয়া, করোনা পরীক্ষা করা এই সব নিয়মগুলি মেনে চললে করোনা সংক্রমণ থেকে রেহাই মিলতে পারে।

Covid-19: ফের বাড়ছে করোনা সংক্রমণ! ছয় রাজ্যকে চিঠি দিয়ে সতর্কতা জারি কেন্দ্রের
বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৩৯টি ভারতের! কলকাতার স্থান কত নম্বরে?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in