করোনার জেরে ভারতীয়দের গড় আয়ু কমেছে প্রায় দু'বছর, গবেষণায় উঠে এল নতুন তথ্য

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন সায়েন্সেস (আইআইপিএস) এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এই বিষয়ে যৌথভাবে গবেষণা চালায়।
করোনার জেরে ভারতীয়দের গড় আয়ু কমেছে প্রায় দু'বছর, গবেষণায় উঠে এল নতুন তথ্য
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

দু'বছর আগেও গড় আয়ু ৬-৮ বছর করে বাড়ছিল ভারতবাসীর। কিন্তু গতবছর মার্চ মাস থেকে গোটা বিশ্ব তথা দেশে জাঁকিয়ে বসা করোনার দাপটে এদেশের মানুষের গড় আয়ু কমে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন সায়েন্সেস (আইআইপিএস) এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এই বিষয়ে যৌথভাবে গবেষণা চালায়। গবেষণার প্রেক্ষিতেই এমন তথ্য উঠে এসেছে।

গবেষকরা দাবি করেছেন, করোনার জেরে ৩৫-৭৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন। আর তার ফলে মানুষের গড় আয়ু কমে গিয়েছে। গত বৃহস্পতিবার বিএমসি পাবলিক হেলথে এই গবেষণালব্ধ তথ্য প্রকাশিত হয়। তাতে দেখা যাচ্ছে, বয়সভিত্তিক বিচারে মহামারীর প্রভাব মহিলাদের তুলনায় পুরুষদের ওপর বেশি পড়েছে।

এই গবেষণার জন্য 'কোভিড-১৯ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস' (এপিআই) পোর্টাল থেকে গত বছরের ৩০ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তথ্য জোগাড় করা হয়। তাঁরা জানান, করোনা-সহ মৃত্যুর ২২টি কারণ চিহ্নিত করা হয়। তার প্রেক্ষিতে গবেষণা চালিয়ে তারা দেখেন যে ভারতবাসীর দু'বছর করে গড় আয়ু কমে গিয়েছে। মানুষের গড় আয়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে মহামারী।

আইআইপিএসের সূর্যকান্ত যাদব বলেছেন, ‘বয়সের ভিত্তিতে মৃত্যুর ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে অসাম্য বেশি রয়েছে। মহিলাদের থেকে পুরুষরা বেশি বাহ্যিক বিষয়ের মুখোমুখি হয়। তার জেরেও এরকমটা হতে পারে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in