Covid-19: বিহারের হিসাব পুনঃমূল্যায়ন, দেশে একদিনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২,৭৯৬

বিহার প্রশাসন কোভিড সংক্রান্ত তথ্য পুনঃমূল্যায়ন করার পরে গত ২৪ ঘন্টায় ভারতে একদিনে কোভিড রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েছে ২,৭৯৬ জন। এর সাথে, দেশে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে ৪,৭৩,৩২৬ এ পৌঁছেছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি সংগৃহীত
Published on

বিহার প্রশাসন কোভিড সংক্রান্ত তথ্য পুনঃমূল্যায়ন করার পরে গত ২৪ ঘন্টায় ভারতে একদিনে কোভিড রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েছে ২,৭৯৬ জন। এর সাথে, দেশে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে ৪,৭৩,৩২৬ এ পৌঁছেছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে ৮,৮৯৫ জন নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রবিবার একথা জানিয়েছে।

গত ২৪ ঘন্টায় ৬,৯১৮ রোগী সংক্রমণ মুক্ত হবার পরে এই সংখ্যা ৩,৪০,৬০,৭৪৪-এ দাঁড়িয়েছে। ফলস্বরূপ, ভারতে সংক্রমণ মুক্তির হার দাঁড়িয়েছে ৯৮.৩৫ শতাংশ। যা মার্চ ২০২০ সময় থেকে সর্বোচ্চ।

ভারতের সক্রিয় কোভিড সংক্রমণ বর্তমানে ৯৯,১৫৫। সক্রিয় সংক্রমণের হিসেব অনুসারে দেশের মোট অ্যাক্টিভ কেসের হার ০.২৯%। যা ২০২০ সালের মার্চ থেকে সর্বনিম্ন।

গত ২৪ ঘণ্টায়, সারা দেশে মোট ১২,২৬,০৬৪ টি পরীক্ষা করা হয়। ভারতে এখনও পর্যন্ত ৬৪.৭২ কোটির বেশি কোভিড পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে, সাপ্তাহিক পজিটিভিটি রেট ০.৮০% শতাংশে নেমে এসেছে। গত ২১ দিন ধরে যা ১ শতাংশের কম।

দৈনিক পজিটিভিটির হার ০.৭৩ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ৬২ দিন ধরে ২ শতাংশের নিচে এবং টানা ৯৭ দিন ধরে ৩ শতাংশের কম আছে।

গত ২৪ ঘন্টায় দেশে ১,০৪,১৮,৭০৭ টি ভ্যাকসিন ডোজ দেবার পর প্রশাসনিক হিসেব অনুসারে রবিবার সকালে ভারতে কোভিড টিকাকরণ ১২৭.৬১ কোটিতে পৌঁছেছে। মোট ১,৩২,৪৪,৫১৪ টি সেশনের মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে।

রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এখনও পর্যন্ত ২১.১৩ কোটিরও বেশি অব্যবহৃত কোভিড ভ্যাকসিনের ডোজ আছে।

(Except for the headline, this story has not been edited by People's Reporter and is translated and published from a syndicated feed.)

প্রতীকী ছবি
Covid-19: ক্রমে সাধারণ সর্দিজ্বরের মতো হয়ে যাবে ভাইরাস: প্রফেসর ডেম সারা গিলবার্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in