Covid-19: শেষ ২৪ ঘণ্টায় বাড়লো কোভিড সংক্রমণ, শেষ ১০০ দিনে সর্বোচ্চ

এদিনের পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। দেশে কোভিড জনিত কারণে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,২৪,৯৫৪।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সংগৃহীত
Published on

দেশে একধাক্কায় অনেকটাই বাড়লো কোভিড সংক্রমণ। বৃহস্পতিবার দেশে সংক্রমণের সংখ্যা ছিলো ১৩,৩১৩। শুক্রবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭,৩৩৬। যা গতকালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। যা গত ১০০ দিনের মধ্যে সর্বোচ্চ।

এদিনের পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। দেশে কোভিড জনিত কারণে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,২৪,৯৫৪।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮,২৮৪। যা মোট পজিটিভ কেসের ০.২০ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ১৩,০২৯ জন সংক্রমণ মুক্ত হয়েছেন। ফলে কোভিড সংক্রমণ মুক্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২৭,৪৯,০৫৬-এ। বর্তমান সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ।

এদিকে, দৈনিক ইতিবাচকতার হারও বেড়ে ৪.৩২ শতাংশে পৌঁছেছে, যেখানে সাপ্তাহিক ইতিবাচকতার হার বর্তমানে ৩.০৭ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়াও একই সময়ে, সারা দেশে মোট ৪,১০,৬৪৯ জনের পরীক্ষা করা হয়েছে। দেশে এখনও পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮৫.৯৮ কোটির বেশি।

শুক্রবার সকাল পর্যন্ত, কোভিড-১৯ টিকার সংখ্যা ১৯৬.৭৭ কোটি ছাড়িয়ে গেছে।

এখনও পর্যন্ত ৩.৬২ কোটিরও বেশি কিশোর-কিশোরীকে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in