আগামী সপ্তাহ থেকে স্পেনের নাগরিকদের আর মাস্ক পরতে হবেনা। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিনা দারিয়াস জানিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহ থেকে প্রকাশ্যে ও জনবহুল স্থানে আর মাস্ক পরতে হবে না। এই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এই সম্পর্কিত প্রস্তাব অনুমোদন করা হবে। মন্ত্রী স্থানীয় রেডিও স্টেশন ক্যাডেনা সেরকে জানিয়েছেন, পরের দিন এই সংক্রান্ত সিদ্ধান্ত সরকারী স্টেট গেজেটে প্রকাশিত হবে এবং ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। জিংহুয়া সংবাদ সংস্থার এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
স্প্যানিশ সরকার এর আগে ২০২১ সালের জুন মাসে বাইরে ফেসমাস্ক পরার আদেশ প্রত্যাহার করেছিল। যদিও Omicron ভ্যারিয়েন্টের প্রকোপের কারণে দেশে কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৩ ডিসেম্বর পুনরায় মাস্ক পরার নির্দেশ দেয়।
স্পেনে জানুয়ারী মাসে প্রতি ১,০০,০০ বাসিন্দার মধ্যে গড়ে ৩,৪০০-এর ওপরে ভাইরাস সংক্রমিত হয়। যদিও শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, বর্তমানে এই সংক্রমণ ২,২৯৯.৪৪-এ নেমে এসেছে।
স্পেনে বর্তমানে কোভিড-১৯ রোগীরা ইনটেনসিভ কেয়ার বেডের ১৯.৯৬ শতাংশে কোভিড-১৯ রোগীরা আছেন। গত এক মাসে প্রথমবারের মতো তা ২০ শতাংশের নিচে নেমে গেছে।
স্বাস্থ্যমন্ত্রী কারোলিনা দারিয়াস আরও জানিয়েছেন, মহামারী সংক্রান্ত সমস্ত সূচক সংক্রমণ সংখ্যা কমার দিকে ইঙ্গিত করেছে এবং দেশের বেশ কিছু সংগঠন সরকারের কাছে ঘরের বাইরে মাস্ক পরার সরকারি নির্দেশ তুলে নেওয়ার আবেদন জানিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন