Covid Update India: একদিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ১.৬০ লাখ, ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্ত ৫৫২

২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৩২৭ জন করোনা রোগী। ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৪৩৪ জন। এরপর রয়েছে দিল্লি (২০,১৮১) এবং পশ্চিমবঙ্গ (১৮,৮০২)।
একদিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ১.৬০ লাখ
একদিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ১.৬০ লাখফাইল ছবি
Published on

শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১.৬০ লাখ। কেবল লাক্ষাদ্বীপ ছাড়া প্রতিটি রাজ‍্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সংক্রমণ ঊর্ধ্বমুখী। একদিনে দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন সাড়ে পাঁচশো জনের বেশি। তবে দৈনিক মৃত্যুসংখ‍্যা সাড়ে তিনশোর ঘরে রয়েছে।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১,৫৯,৬৩২ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ১,৪১,৯৮৬ জন। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৫৫ লক্ষ ২৮ হাজার ৪। ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৩২৭ জন করোনা রোগী। এই নিয়ে দেশে কোভিডে মোট মৃত ৪ লক্ষ ৮৩ হাজার ৭৯০ জনের।

দেশে এখন মোট সক্রিয় কেস ৫,৯০,৬১১, যা গতকালের চেয়ে ১.১৮ লক্ষ বেশি। একদিনে সুস্থ হয়েছেন ৪০,৮৬৩ জন রোগী। মোট সুস্থ ৩ কোটি ৪৪ লক্ষ ৫৩ হাজার ৬০৩।

২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৪৩৪ জন। এরপর রয়েছে দিল্লি (২০,১৮১) এবং পশ্চিমবঙ্গ (১৮,৮০২)।

২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন ভ‍্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। এই নিয়ে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬২৩। এর‌ মধ্যে সুস্থ হয়েছেন ১,৪০৯।

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১৫১ কোটি ৫৭ লক্ষ ৬০ হাজার ৬৪৫ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ৮৯ লক্ষ ২৮ হাজার ৩১৬ জনের।

একদিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ১.৬০ লাখ
Bulli Bai App: 'সঠিক কাজ করেছি' - মুসলিম মহিলাদের নিলামে তোলার অ্যাপ নির্মাতার নেই কোনও অনুশোচনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in