দিওয়ালি শেষ হতে না হতেই করোনায় মৃত্যু সংখ্যা একলাফে অনেকটা বাড়লো দেশে। শেষ ২৪ ঘন্টায় পাঁচশোর বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে দেশে। একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় ১১ হাজার জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর বেশিরভাগই কেরালায়।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮৫৩ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ১০,৯২৯ জন। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৩ লক্ষ ৫৫ হাজার ৫৩৬।
২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৫২৬ জন করোনা রোগী। গতকাল মৃত্যু হয়েছিল ৩৯২ জনের। এর ফলে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৬০ হাজার ৭৯১ জনের।
এই মুহূর্তে দেশে মোট সক্রিয় কেস ১ লক্ষ ৪৪ হাজার ৮৪৫। একদিনে সুস্থ হয়েছেন ১২,৪৩২ জন রোগী। মোট সুস্থ ৩ কোটি ৩৭ লক্ষ ৪৯ হাজার ৯০০।
২৪ ঘন্টায় সবথেকে বেশি আক্রান্ত ধরা পড়েছে কেরলে। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৪৬৭ জনের। দেশের মধ্যে সর্বাধিক সক্রিয় কেস এখানে, ৭৩,৪৯৭।
মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতছ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৬৬১ এবং ৮৬২ জন। দুটি রাজ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে করোনার কারণে মোট মৃত্যু হয়েছে এখানে, ১ লক্ষ ৪০ হাজার ৩৭২ জনের।
দুর্গাপূজার পর থেকে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। শেষ ২৪ ঘন্টায় এখানে আক্রান্ত হয়েছেন ৬৭০ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের।
দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১০৮ কোটি ২১ লক্ষ ৬৬ হাজার ৩৬৫ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ২৮ লক্ষ ৪০ হাজার ১৭৪ জনের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন