আড়াই লাখের দোরগোড়ায় পৌঁছে গেল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে অ্যাক্টিভ কেস বাড়লো দেড় লাখের বেশি। একদিনে দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ছ'শো জনের বেশি।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ২,৪৭,৪১৭ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ১,৯৪,৭২০ জন। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৬৩ লক্ষ ১৭ হাজার ৯২৭।
২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৩৮০ জন করোনা রোগী। এই নিয়ে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫।
দেশে এখন মোট সক্রিয় কেস ১১ লক্ষ ১৭ হাজার ৫৩১, যা গতকালের চেয়ে ১.৬২ লক্ষ বেশি। একদিনে সুস্থ হয়েছেন ৮৪,৮২৫ জন রোগী। মোট সুস্থ ৩ কোটি ৪৭ লক্ষ ১৫ হাজার ৩৬১।
২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭২৩ জন। এরপর রয়েছে দিল্লি (২৭,৫৬১), পশ্চিমবঙ্গ (২২,১৫৫) এবং কর্ণাটক (২১,৭৪২)।
২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬২০ জন। এই নিয়ে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৮৮। এর মধ্যে সুস্থ হয়েছেন ২,১৬২।
দেশে এখনও পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও প্যারাসুট ডোজ মিলিয়ে মোট টিকাকরণ হয়েছে ১৫৪ কোটি ৬১ লক্ষ ৩৯ হাজার ৪৬৫ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ৭৬ লক্ষ ৩২ হাজার ২৪ জনের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন