Covid XEC Variant: ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট, ইউরোপ ও আমেরিকায় বাড়ছে সংক্রমণ

People's Reporter: চলতি বছর জুনে জার্মানিতে প্রথম এই ভাইরাসের হদিশ পাওয়া যায়। ক্রমে তা ব্রিটেন, আমেরিকা, ডেনমার্ক এবং অন্য দেশগুলিতে ছড়িয়ে পড়ে।
ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট
ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্টফাইল ছবি
Published on

গোটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল করোনা ভাইরাসের কারণে। এই মারণ ভাইরাস যে পুরোপুরি নির্মুল হবে না, সে কথা আগেই জানিয়েছিল চিকিৎসক মহল। ফের আতঙ্ক তৈরি করছে করোনার নয়া রূপ। ইতিমধ্যেই ইউরোপ ও আমেরিকায় সংক্রমন ছড়াচ্ছে। বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, এই শীতে ফের দাপট দেখাতে পারে মারণ ভাইরাস।

করোনার এই নয়া রূপের নাম XEC। জানা গেছে, চলতি বছর জুনে জার্মানিতে প্রথম এই ভাইরাসের হদিশ পাওয়া যায়। ক্রমে তা ব্রিটেন, আমেরিকা, ডেনমার্ক এবং অন্য দেশগুলিতে ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছে, XEC ওমিক্রন ভ্যারিয়্যান্টের এক সাবভ্যারিয়্যান্ট। কেএস.১.১ ও কেপি.৩.৩ এই দুই ভ্যারিয়্যান্টের মিশ্রণ। 

পোল্যান্ড, নরওয়ে, লাক্সেমবার্গ, ইউক্রেন, পর্তুগাল, চিন-সহ মোট ২৭টি দেশ থেকে ৫০০ নমুনা মিলেছে, যা EXC। এর মধ্যে ডেনমার্ক, জার্মানি, ব্রিটেন এবং নেদারল্যান্ডসে সংক্রমণ সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, যেভাবে এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে, আগামী কয়েকমাসে তা আরও ভয়ংকর হয়ে উঠতে পারে।

এবিষয়ে লন্ডনের জেনেটিক্স ইনস্টিটিউট অ্যাট ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক ফ্রাসোঁয়া বি জানিয়েছেন, এই ভ্যারিয়েন্ট আগের রূপগুলোর থেকে দ্রুত গতিতে সংক্রামিত হয়। তাঁদের আশঙ্কা, এইবার শীতে এই নয়া ভ্যারিয়েন্ট দাপট দেখাতে পারে বিশ্বজুড়ে। ফলে আরও সতর্ক হতে বলা হচ্ছে।

টিকা এবং বুস্টার ডোজ নেওয়ার উপর জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, আমেরিকার সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তরফে পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদন জানানো হয়েছে। প্রয়োজনে মাস্ক পরতে বলা হয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in