স্বজনপোষণের অভিযোগ সত্ত্বেও WHO-র দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান নির্বাচিত হলেন হাসিনা-কন্যা সাইমা

People's Reporter: দশ সদস্যের মধ্যে ভারত, বাংলাদেশ-সহ মোট ৮টি ভোট পেয়ে কমিটির প্রধান হয়েছেন হাসিনা-কন্যা।
শেখ হাসিনার ডানদিকে সাইমা ওয়াজেদ
শেখ হাসিনার ডানদিকে সাইমা ওয়াজেদফাইল ছবি
Published on

সমস্ত নেপোটিজমের অভিযোগ উড়িয়ে সর্বাধিক ভোট পেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সাউথ-ইস্ট এশিয়া রিজিওন (SEAR)-এর প্রধান হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ। গত ১ নভেম্বর থেকে SEAR প্রধানের পদে নিযুক্ত হয়েছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের ১১ সদস্যের এই কমিটির প্রধান পদের জন্য সাইমার বিরুদ্ধে ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন নেপালের শম্ভু আচার্য।

WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই আঞ্চলিক বিভাগের সদস্যরা হল ভারত, বাংলাদেশ, ভুটান, ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং তিমর-লেস্ট। তবে এই বিভাগের কোনো ভোটাভুটিতে মতদানের জন্য যোগ্যতা নেই মায়ানমারের। তাই বাকি দশ সদস্যের মধ্যে ভারত, বাংলাদেশ-সহ মোট ৮টি ভোট পেয়ে কমিটির প্রধান হয়েছেন হাসিনা-কন্যা। অন্যদিকে, তার বিরোধী শম্ভু আচার্য তার নিজের দেশ নেপালের ভোট বাদে পেয়েছেন আর মাত্র ১টি ভোট।

প্রসঙ্গত, SEAR প্রধান নির্বাচনে অংশ নেওয়ার সময় সাইমা ওয়াজেদের বিরুদ্ধে ব্যাপক নেপোটিজমের অভিযোগ উঠেছিল। বাংলাদেশের ‘জনক' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান পদের নির্বাচনে সাইমা ওয়াজেদের অংশ নেওয়াটা অনেকেই মেনে নিতে পারেননি। কিন্তু সেই সমস্ত অভিযোগ হেলায় উড়িয়ে দিয়ে ১০-এর মধ্যে ৮ ভোট পেয়ে ওই পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা প্রমাণ করেছেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in