শিশুদের ওপর Covaxin প্রয়োগে এখনই ছাড়পত্র দিতে নারাজ না DCGI

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ভারত বায়োটেক ১৮ বছরের কম বয়সীদের ওপর কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগের ফেজ-২ এবং ফেজ-৩ চালিয়েছিল।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী
Published on

সুপারিশ করার চারদিন পরও কোভ্যাক্সিন শিশুদের ওপর প্রয়োগ করার ক্ষেত্রে ছাড়পত্র মিলল না। কয়েকদিন আগেই এই ইস্যুতে ড্রাগস অ্যান্ড কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে সুপারিশ করেছিল সিলেক্ট এক্সপার্ট কমিটি। কিন্তু এখনও সবুজ সংকেত দেখায়নি ডিসিজিআই।

বিশেষজ্ঞরা মনে করছিলেন, উৎসবের মরশুমে কোভিড সংক্রমণ বাড়তে পারে। এই আশঙ্কার মাঝে যদি শিশুদের টিকাকরণ শুরু করা যায়, তাহলে কোভিডের পরবর্তী ঢেউ মোকাবিলা করা অনেক সহজ হবে। এই পরিস্থিতিতে কোভ্যাক্সিনকে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া নিয়ে বিলম্বের জেরে গুঞ্জন শুরু হয়েছে।

শিশুদের ওপর এই টিকা প্রয়োগ করা ঠিক হবে কিনা, তা বুঝতে অতিরিক্ত প্রযুক্তিগত মতামত চাওয়া হচ্ছে বলে খবর। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ভারত বায়োটেক ১৮ বছরের কম বয়সীদের ওপর কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগের ফেজ-২ এবং ফেজ-৩ চালিয়েছিল। এইমস-সহ দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে ২-১৮ বছর বয়সীদের নিয়ে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়।

এরপর অক্টোবরের শুরুতে ডিসিজিআইয়ের কাছে তারা ট্রায়াল সংক্রান্ত যে তথ্যও জমা দিয়েছিল, তা খতিয়ে দেখেই শিশুদের ওপর কোভাক্সিন প্রয়োগের বিষয়ে ডিসিজিআইকে সুপারিশ করে সিলেক্ট কমিটি।

এদিকে কিছুদিন আগেই ছোটদের টিকাকরণের জন্য অনুমোদন চেয়ে আবেদন করে জাইকোভ-ডি। তবে এই টিকার অনুমোদন এখনও চূ়ডান্ত হয়নি। জানা যাচ্ছে, অতিরিক্ত মতামত গ্রহণের কাজ শেষ হলে খুব শীঘ্রই শিশুদের জন্য কোভ্যাক্সিনের ছাড়পত্র দেওয়া হতে পারে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in